Hair Fall Remedies: রাতে চুল খুলে ঘুমনো উচিত নাকি বেঁধে? ছোট্ট 'এই' ভুলে টাক পড়তে পারে! গোছা গোছা চুল পড়ে যাওয়ার আগেই সাবধান
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Hair Fall Remedies: গরমের সময় চুলে শ্যাম্পু করার আগে নারকেল তেল কিংবা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে প্রতিদিন চুলে শ্যাম্পু করবেন না।
advertisement
1/6

এই গরমে মাথা থেকে চুল ঝরতে থাকে অনেকেরই। সেজন্য গরমে প্রয়োজন মাথার ত্বককে যত্ন নেওয়া।
advertisement
2/6
চুল ঝরা ও মাথার ত্বক ভালো রাখার জন্য কিছু বিষয় এড়িয়ে চলা জরুরী। সেজন্য কয়েকটি টিপস মেনে চলা উচিত।
advertisement
3/6
সকালে স্নান করে ভেজা চুল বেঁধে বের হন অনেকে। এরফলে চুলের গোড়া নরম হয়ে যায় ও চুল ঝরে। সেজন্য বাইরে কোথাও যাওয়ার আগে ভালভাবে চুল শুকিয়ে নেওয়া ভালো।
advertisement
4/6
চুল ঝরার অন্যতম কারণ চুলের গোড়া পরিস্কার না রাখা। মাথার ত্বক ও চুলের গোড়া পরিষ্কার রাখলে চুলের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। এর ফলে কমে চুল ঝরা।
advertisement
5/6
রাতে চুল শক্ত করে বেঁধে ঘুমানোর অভ্যাস আছে অনেকের। এর ফলে ঘুমের মধ্যে চুলে চাপ বেশি পড়ে, চুলের গোড়া নরম হয়ে যায়। সেজন্য চুল খুলে ঘুমানো উচিত।
advertisement
6/6
গরমের সময় চুলে শ্যাম্পু করার আগে নারকেল তেল কিংবা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে প্রতিদিন চুলে শ্যাম্পু করবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Fall Remedies: রাতে চুল খুলে ঘুমনো উচিত নাকি বেঁধে? ছোট্ট 'এই' ভুলে টাক পড়তে পারে! গোছা গোছা চুল পড়ে যাওয়ার আগেই সাবধান