আপনার চুল এরকম ফাটা ফাটা? 'স্ট্রেট' ঝলমলে চুল চাইলে সহজ ঘরোয়া উপায় জানুন! পার্লারে যেতে হবে না, কিনতে হবে না দামি প্রসাধনীও!
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Hair Care: মহিলারা প্রায়ই তাঁদের চুলের বৃদ্ধি নিয়ে চিন্তিত থাকেন, সব ঠিক থাকলেও চুলের বৃদ্ধি না হওয়ার সবচেয়ে বড় কারণ হল স্প্লিট এন্ড অর্থাৎ দু'মুখো চুল। জেনে নিন ঘরোয়া সমাধান।
advertisement
1/9

চুলের বৃদ্ধি না হওয়ার সবচেয়ে বড় কারণ হল স্প্লিট এন্ড অর্থাৎ দু'মুখো চুল। এমন পরিস্থিতিতে এখন ঘরে বসেই এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এর জন্য ঘরে রাখা কিছু জিনিস ব্যবহার করা যেতে পারে।
advertisement
2/9
মহিলারা প্রায়ই তাঁদের চুলের বৃদ্ধি নিয়ে চিন্তিত থাকেন, সব ঠিক থাকলেও চুলের বৃদ্ধি না হওয়ার সবচেয়ে বড় কারণ হল স্প্লিট এন্ড অর্থাৎ দু'মুখো চুল। এখন ঘরে বসেই এই স্প্লিট এন্ড থেকে রেহাই পাওয়া যাবে। কী ভাবে? জেনে নিন।
advertisement
3/9
চুলে বিভিন্ন ধরনের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করার ফলে অনেক সময় চুলের ভেতর থেকে অনেক ক্ষতি হয়, যার কারণে চুল দুর্বল হয়ে যায়, ফলে স্প্লিট এন্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এমন অবস্থায় দই ও মধুর মিশ্রণ তৈরি করতে হবে।
advertisement
4/9
ঘরে রাখা কিছু জিনিস ব্যবহার করলেই আর পার্লারে পার্লারে ঘুরতে হবে না। স্প্লিট এন্ড থেকে মুক্তি পেতে চুলে বাদাম তেল, আমলা তেল বা অলিভ অয়েল দিয়ে ভাল ভাবে ম্যাসাজ করতে হবে, এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এবং স্প্লিট এন্ডের মাত্রা কমিয়ে দেবে।
advertisement
5/9
অ্যালোভেরা জেলের মতো মধু, দই, নারকেল এই সমস্ত জিনিস ব্যবহার করেও চুলের এই সমস্যা দূর করা যায়। তার পর এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট চুলে রেখে দিতে হবে। এরপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে শুকিয়ে নিতে হবে। এতে চুলে স্প্লিট এন্ড হওয়ার সম্ভাবনা কমে যাবে।
advertisement
6/9
শরীরের যেমন পুষ্টি ও প্রোটিন প্রয়োজন, তেমনই চুলেরও প্রোটিন ও পুষ্টি প্রয়োজন। চুলের নিষ্প্রাণতা এবং ফাটলের সমস্যাও এই কারণে শুরু হয়, এমন পরিস্থিতিতে চুলের ফাটল কমাতে অ্যাপল সিডার ভিনিগার ব্যবহার করা উচিত। সরাসরি অ্যাপল সিডার ভিনিগার দিয়ে চুল ধুলে সমস্যা হতে পারে। এর জন্য কলা এবং নারকেল দুধের মিশ্রণ চুলে লাগাতে হবে, এতে চুল সুন্দর ও ঝলমলে হয়।
advertisement
7/9
চুল ফেটে যাওয়া রোধ করতে পেঁপে এবং দইয়ের পেস্ট তৈরি করে চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলতে হবে। এতে চুলের প্রান্ত ফাটার সমস্যা দূর হবে।
advertisement
8/9
ঘৃতকুমারী বা অ্যালো ভেরা অনেক ঔষধি গুণে পরিপূর্ণ। ঘৃতকুমারী খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। একইভাবে ঘৃতকুমারীও চুলের জন্য খুবই উপকারী। চুলে অ্যালোভেরা জেল লাগালে নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
9/9
তাই মাঝে মাঝে চুলে অ্যালোভেরা জেল লাগাতে হবে এবং প্রায় ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে, তারপর চুল ধুয়ে ফেলতে হবে। তাহলে স্প্লিট এন্ডের সমস্যায় পড়তে হবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আপনার চুল এরকম ফাটা ফাটা? 'স্ট্রেট' ঝলমলে চুল চাইলে সহজ ঘরোয়া উপায় জানুন! পার্লারে যেতে হবে না, কিনতে হবে না দামি প্রসাধনীও!