Hair Cutting Knowledge Story: মানুষের চুল কাটা না হলে তা সারাজীবনে কতটা বাড়ে জানেন? সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যাবে! এরকম হয়...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Hair Cutting Knowledge Story: মানুষের দেহে চুল-নখ-রোম এগুলি রোজই বৃদ্ধি পায়। চুল বড় হয়ে গেলে আমরা কেটে ফেলি। কিন্তু আপনি কখনও ভেবে দেখেছেন যে চুল যদি না কাটা হয়, তাহলে সবচেয়ে বেশি তা কত বড় হতে পারে?
advertisement
1/9

মানুষের দেহে চুল-নখ-রোম এগুলি রোজই বৃদ্ধি পায়। চুল বড় হয়ে গেলে আমরা কেটে ফেলি। কিন্তু আপনি কখনও ভেবে দেখেছেন যে চুল যদি না কাটা হয়, তাহলে সবচেয়ে বেশি তা কত বড় হতে পারে?
advertisement
2/9
মাথার চুল বাড়তেই থাকে। চুল একটু বাড়লে সকলে সেলুনে গিয়ে তা কাটিয়ে ছোট করে আসেন। ফের তা বেড়ে যায়। আবার তা ছোট করতে হয়। এভাবেই চলতে থাকে। মাথার চুল ছাড়াও নাকে বা কানের বর্ধিত চুল অনেকেই একটা সময়ের পর ছেঁটে ফেলেন। বগলের ক্ষেত্রেও তাই।
advertisement
3/9
তবে একটি পর্যবেক্ষণ মানুষের দেহের যেখানে যত চুল রয়েছে তা সারাজীবনে যতটা বৃদ্ধি পায়, তা যোগ করে দেখেছে সেগুলি একত্র করলে কতটা পথ অতিক্রম করা সম্ভব।
advertisement
4/9
আর পর্যবেক্ষণে যা দাবি করা হয়েছে তা অনেকেই বিশ্বাস করতে পারবেন না।
advertisement
5/9
পর্যবেক্ষণটি দাবি করেছে, মানবদেহের সর্বত্র যত চুল থাকে এবং তা সারাজীবনে যতটা বাড়ে তা যোগ করলে মানুষের চুল একজীবনে সাড়ে ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে।
advertisement
6/9
এমনকী তা কারও কারও ক্ষেত্রে ১ হাজারও হতে পারে। সড়কপথে গেলে কলকাতা থেকে নাগপুর পৌঁছতে প্রায় এমনই দূরত্ব অতিক্রম করতে হয়। শুনে বিশ্বাস না হওয়ারই কথা।
advertisement
7/9
মানুষের একজীবনে দেহের সব চুল মিলিয়ে এবং তার বৃদ্ধি যোগ করে যে এমন এক বিশাল দূরত্ব অতিক্রম করা সম্ভব তা বিশ্বাস করা কঠিন।
advertisement
8/9
তবে গবেষণা থেকে এমন পর্যবেক্ষণই পাওয়া গিয়েছে।
advertisement
9/9
এই তথ্য প্রতিটি মানুষের ক্ষেত্রে এক হয় না। এটা একটা গড় মাপ মাত্র।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Cutting Knowledge Story: মানুষের চুল কাটা না হলে তা সারাজীবনে কতটা বাড়ে জানেন? সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যাবে! এরকম হয়...