Hair Care: চুল পাকা থেকে পড়া বন্ধ হবে সাত দিনেই! টাকে গজাবে চুল! মাত্র ১০ টাকার এই উপাদানে! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Hair Care: চুলের সব সমস্যা গায়েব হয়ে যাবে! মাত্র ১০ টাকার এই উপদান বদলে দেবে আপনার চুল! শুধু সহজ নিয়ম মেনে ব্যবহার করুন!
advertisement
1/7

প্রতিদিন চুলে লাগান দশ টাকা দামের এই উপাদান। এই উপাদানটি লাগালেই সাদা চুল হবে স্থায়ীভাবে কালো। টানা সাত দিন লাগালেই মাথা জুড়ে ছেয়ে যাবে কালো চুলের গোছা। দ্বিগুন লম্বা হবে চুল। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে কিংবা বয়স জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে তারাও সমস্যা থেকে মুক্তি পাবেন। (তথ্য: সুমন সাহা)
advertisement
2/7
এই উপাদানটি লাগালে আর কখনও কলপ করতে হবে না বয়স বাড়লেও চুল থাকবে কালো। টাক মাথাতেও চুল গজিয়ে দেবে এই জিনিসটি। চুল এত ঘন লম্বা ও সুন্দর হবে যা আপনি কল্পনা ও করতে পারবেন না একবার এই উপাদানের উপকারিতা জানলে চুল আর কখনই রং করাবেনই না। এর মধ্যে হাজারো শক্তিশালী গুণ থাকা সত্ত্বেও আমরা একে ব্যবহার করি না আসলেই এই উপাদানটির গুণাবলী সম্পর্কে অনেকেরই ধারণা নেই! (তথ্য: সুমন সাহা)
advertisement
3/7
কী সেই উপাদান ভাবছেন তো? গোলাপ জল।গোলাপ জলের নানান ব্যবহার জানলেও চুলে ব্যবহার সম্পর্কে অনেকেই জানে না গোলাপ জলে রয়েছে ভিটামিন এ সি ডি। যা চুল ঝলমলে রাখতে সাহায্য করে এছাড়াও রয়েছে অ্যান্টিক এনফেমোটরি যা চুলের রুক্ষতা এবং তৈলাক্ততা নিমন্ত্রণ করে বিশেষজ্ঞদের মতে গোলাপজল ব্যবহার করে খুব সহজে চুলের চারটি সাংঘাতিক বড় বড় সমস্যা দূর করা যায়। (তথ্য: সুমন সাহা)
advertisement
4/7
সময়ের অভাবে তেল দেওয়া হয়ে ওঠে না যার ফলে দিনের পর দিন চুলের গোড়া আলগা হতে হতে চুল পড়ার মতো সমস্যা তৈরি হয়। এই সমস্যা দূর করার জন্য সপ্তাহে একদিন করে নারকেল তেলের সাথে গোলাপ জল মিশিয়ে চুলে ভাল করে ম্যাসাজ করে পরের দিন জলে ধুয়ে নিন এই কাজটি করতে পারলে ভাল ফলাফল পাওয়া যায়। (তথ্য: সুমন সাহা)
advertisement
5/7
খুশকির সমস্যা থেকে মুক্তি। শীতকাল মানেই খুশকির সমস্যা। লেবুর রসের সঙ্গে গোলাপ জলের মিশ্রণ বানিয়ে নিয়ে তুলো দিয়ে চুলের স্কেল্পে অল্প অল্প করে দিয়ে ভাল করে মালিশ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন। দেখবেন খুশকি কিছুদিনের মধ্যেই উধাও হয়ে গিয়েছে অবশ্যই এই মিশ্রণটি বেশিক্ষণ চুলে রাখা যাবে না যেহেতু এই মিশ্রণের লেবুর রস দেওয়া আছে তা চুলের ক্ষতি করতে পারে। (তথ্য: সুমন সাহা)
advertisement
6/7
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকতে শুরু করে ! আবার শারীরিক সমস্যা দেখা দিলে বা চুলের চর্চায় অনিয়ম হলে চুল পাকতে শুরু করে! অকালপক্ষতা রোধ করার জন্য পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোটা গোলাপ জল নিয়ে চুলে ম্যাসাজ করলে খুব ভাল কাজ হয়। এই হেয়ার মাস্কটি ব্যবহার করলে চুলের পাক ধরা কমতে থাকে। (তথ্য: সুমন সাহা)
advertisement
7/7
প্রতিদিন বাইরে বেরোনোর ফলে চুল রুক্ষ হয়ে যায় আর এই রুক্ষতার জন্য চুল নিষ্প্রাণ দেখায় আর এই রুক্ষতা দূর করার জন্য তৈরি করুন অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তাতে গোলাপজল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারলে চুলের রুক্ষতা অনায়াসেই দূর হয়ে যাবে! মাসে একবার করে এই হেয়ার মাস্ক টি ব্যবহার করলে দারুণ ফলাফল পাওয়া যায়।যে সমস্ত ব্যক্তিদের গোলাপজলে এলার্জি রয়েছে তারা অবশ্যই গোলাপজল এড়িয়ে চলবেন। (তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care: চুল পাকা থেকে পড়া বন্ধ হবে সাত দিনেই! টাকে গজাবে চুল! মাত্র ১০ টাকার এই উপাদানে! জানুন