Which Oil Removes Dandruff: মাথা থেকে সাদা খুশকি খসে খসে পড়ছে, লজ্জার! ম্যাজিক্যাল এই তেলেই খুশকির বংশ ধ্বংস হবে, জেনে নিন ফর্মুলা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
শীতকাল এলেই খুশকি নিয়ে অস্বস্তি যেন বেড়ে যায় কয়েকগুন। দেখতে খারাপ লাগার পাশাপাশি খুশকির জেরে ব্যাহত হয় চুলের স্বাস্থ্য। খুশকি তাড়াতে অনেকেই বেশ কিছু শ্যাম্পু ব্যবহার করেন।
advertisement
1/5

শীতকালে সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন গরম নারকেল তেল বা আমন্ড অয়েল দিয়ে স্ক্যাল্পের ম্যাসাজ করা ভাল। এর ফলে মাথার ত্বকের কোষ ভাল থাকবে এবং চুলের রুক্ষভাবও কমবে।
advertisement
2/5
ত্বক বিশেষজ্ঞ রবি শঙ্কর জানান, "লেবুর খোসা দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ৪ থেকে ৫ কাপ জলে ৫ থেকে ৬টি লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে ১৫ মিনিট ধরে ফোটান। ঠান্ডা হলে মাথার ত্বকে এই মিশ্রণটি ভাল করে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলে মিলবে উপকার।"
advertisement
3/5
শ্যাম্পু করার পর এক চামচ ভিনিগার জলে গুলে ভাল করে মিশিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেললে তাতেও খুশকি দূর হয়ে যাবে নিমিষেই। তবে এক চামচের বেশি ভিনিগার দেবেন না। তাতে ত্বকের ক্ষতি হতে পারে।
advertisement
4/5
টক দইয়ের সাহায্যেও খুশকি দূর করা যেতে পারে সহজেই। স্ক্যাল্পে টক দই লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ভালভাবে ধুয়ে নিলেই এর ফলে খুশকি দূর হয়।
advertisement
5/5
চুলের পক্ষে অ্যালোভেরা অত্যন্ত উপকারী। চুলে অ্যালোভেরা জেল লাগালে শিকড় মজবুত হয়। এই জেলে উপস্থিত অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টিরিয়াল উপাদান খুশকির সমস্যা থেকে মুক্তি দেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Which Oil Removes Dandruff: মাথা থেকে সাদা খুশকি খসে খসে পড়ছে, লজ্জার! ম্যাজিক্যাল এই তেলেই খুশকির বংশ ধ্বংস হবে, জেনে নিন ফর্মুলা