পাকা চুল-দাড়ি দেখলেই তুলে ফেলেন? মারাত্মক ক্ষতি হচ্ছে এতে, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
পাকা চুল তুললে আরও বেশি চুল পাকে। এই কথাটা আমাদের সকলেরই শোনা। সত্যিই কি এমনই হয়?
advertisement
1/7

অনেকেরই ঠিক বয়সেই চুল-দাড়ি পাকে। অনেকের আবার কম বয়সে বা বিভিন্ন কারণে অসময়ে চুল-দাড়ি পাকে। পাকা চুল তুললে আরও বেশি চুল পাকে।
advertisement
2/7
এই কথাটা আমাদের সকলেরই শোনা। সত্যিই কি এমনই হয়?
advertisement
3/7
চিকিত্সকরা কিছু তেমনটা বলছেন না। তাঁদের মতে আবার এটা পুরোটাই মিথ বা ধারণা। তবে সেই আনন্দে যত খুশি পাকা চুল তোলাও যাবে না বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
4/7
আরাম লাগে ঠিকই তবে পাকতা চুল তুলতে বারণ করার পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ। চুলের বিশেষজ্ঞ আরাম লাগে ঠিকই তবে পাকতা চুল তুলতে বারণ করার পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ।
advertisement
5/7
তিনি আরও জানিয়েছেন, চুলের বৃদ্ধির প্যাটার্ন বদলে যায়। ফলে নতুন গজানো চুল আগের থেকে রুক্ষ হতে পারে। অনেক ক্ষেত্রে নতুন চুল নাও গজাতে পারে। সেই কারণেই পাকা চুল তুলতে বারণ করা হয়।
advertisement
6/7
চুলের বৃদ্ধির প্যাটার্ন বা ধরন বদলে যায়। ফলে নতুন গজানো চুল আগের থেকে রুক্ষ হতে পারে।
advertisement
7/7
অনেক ক্ষেত্রে নতুন চুল নাও গজাতে পারে। সেই কারণেই পাকা চুল তুলতে বারণ করা হয়।