Gym Only At Rupees 200: জিমে ভরতি হলেই গাদা গাদা টাকা খরচ, এই ভয়ের দিন শেষ মাত্র ২০০ টাকা দিয়েই পেয়ে যান সব সুবিধা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Gym Only At Rupees 200: সকাল ন'টা থেকে দুপুর বারোটা, বিকেলে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই জিম সেন্টার খোলা থাকে। গৃহবধূরা যেমন কাজ সেরে যেতে পারবেন তেমনি চাকুরিরতরাও কাজ শেষে জিমে যেতে পারবেন৷
advertisement
1/5

হুগলি: শরীরই মন্দির। এই কথাকে মান্যতা দিয়ে বর্তমানে মহিলা পুরুষ উভয়েই জিম করে নিজেদের শরীরের যত্ন নেন। আরামবাগ শহরে যতগুলি জিম সেন্টার রয়েছে সেখানে এক ছাদের তলায় পুরুষ ও মহিলাকে এক সঙ্গে জিম করতে হয়। আর তাতে অনেক মহিলা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই সমস্ত মহিলাদের কথা ভেবে আরামবাগ পৌরসভার উদ্যোগে নতুন করে উদ্বোধন করা হয়েছে মহিলাদের জন্য জিম সেন্টার।
advertisement
2/5
আরামবাগ পৌরসভার শিশু উদ্যান পার্কে অত্যাধুনিক ভাবে নবরূপে ১৫ মে সেন্টারের উদ্বোধন হয়। উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। পৌরসভা কর্তৃক এই জিম স্থাপন একটি ইতিবাচক পদক্ষেপ, যা মহিলাদের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে, এটি তাদের মধ্যে শারীরিক কার্যকলাপের প্রতি আগ্রহ তৈরি করবে এবং একটি সুস্থ জীবনযাত্রার জন্য উৎসাহিত করবে বলে মনে করছেন শহরবাসী।
advertisement
3/5
২০০৭ সাল থেকে আরামবাগের সূর্যসেন সুইমিংপুল অর্থাৎ শিশু উদ্যান পার্কে এই জিম সেন্টার স্থাপন হয়েছিল। পরে সেটি বন্ধ হয়ে যায়। মহিলাদের সমস্যার কথা ভেবে আবারও পৌরসভার উদ্যোগে নতুন করে জিমটি উদ্বোধন করা হয়েছে।অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এই জিম সেন্টারের উদ্বোধন হয়েছে।
advertisement
4/5
মূলত সকাল ন'টা থেকে দুপুর বারোটা, বিকেলে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই জিম সেন্টার খোলা থাকে। বর্তমানে জিম সেন্টারে প্রায় ৪২ জন মহিলা জিমে আসেন। মাসিক ২০০ টাকা করে নেওয়া হয় তাঁদের থেকে, যা অন্যান্য জায়গার থেকে অনেক কম। Photo Courtesy-Representative Meta (AI)
advertisement
5/5
জিম সেন্টারটি আরও বড়ো হলে আরও অনেক মহিলা সেখানে শরীরের যত্ন নিতে আসবেন বলে মনে করছেন জিমে আসা মহিলারা। তবে পৌরসভার এই উদ্যোগে খুশি হয়েছেন তারা। Input- Rahi Haldar
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gym Only At Rupees 200: জিমে ভরতি হলেই গাদা গাদা টাকা খরচ, এই ভয়ের দিন শেষ মাত্র ২০০ টাকা দিয়েই পেয়ে যান সব সুবিধা