TRENDING:

Grey Hair Solution: সাদা চুল কয়েক দিনেই কালো হবে! নতুন চুলও গজাবে! তেলের সঙ্গে মিশিয়ে নিন এই তিন উপাদান!

Last Updated:
Grey Hair Solution: কম বয়সেই সব চুল পেকে যাচ্ছে? চিন্তা নেই! এই তিন উপাদানে সব সমস্যা দূর হবে! সাদা চুল গায়েব হবে! জানুন
advertisement
1/5
সাদা চুল কয়েক দিনেই কালো হবে! নতুন চুলও গজাবে! তেলে মিশিয়ে নিন এই তিন উপাদান!
অল্প বয়সেই অনেকের চুল পেকে যায়! অনেক সময় এই কম বয়সে চুল পাকার কারণ হয় বংশগত! আবার শরীরের কিছু সমস্যা থেকেও হতে পারে! আবার আজ কাল দূষণের মাত্রা এত বেশি যে চুল পাকা খুব অসম্ভব কিছু নয়। photo source collected
advertisement
2/5
তবে পাকা চুলের হাত থেকে বাঁচার উপায় আছে। আপনি হয়ত বাজার থেকে কালার কিনে চুল কালো করছেন, তবে এতে ক্ষতি হচ্ছে চুলের। খুব তাড়াতাড়ি ঝরতে শুরু করবে চুল। রঙের বদলে ব্যবহার করুন এই তিন আর্য়ুবেদিক তেল। তিনটি বিশেষ উপাদানেই জাদু হবে। ঘরেই বানিয়ে নিতে পারবেন। photo source collected
advertisement
3/5
প্রথমেই আসবে আমলকির কথা! ভিটামিন সি-যুক্ত এই ফল নতুন চুল গজাতে যেমন সাহায্য করে। তেমন সাদা চুল, কালো করতেও সাহায্য করে। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি-তে ভরপুর আমলকি মাখার পাশাপাশি খেতেও হবে। আমলকি ভাল করে বেটে নিন। তারপর সেই আমলকি বাটা নারকেল তেলে ভিজিয়ে রাখুন। টানা এই তেল স্নানের এক ঘণ্টা আগে মাখুন। নিজেই বদল বুঝবেন! photo source collected
advertisement
4/5
এরপর আসবে কেশুতি পাতার নাম! নতুন চুল গজানোর জন্য কেশুতি পাতা খুবই কার্যকর। আয়রন, ভিটামিন ই, ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ কেশুতি চুলের ফলিকলগুলিতে পুষ্টি জোগায়, গোড়া থেকে চুল মজবুত করে তোলে। এক মুঠো কেশুতি পাতা নারকেল তেলে ভিজিয়ে রেখে হালকা গরম করে নিন। এবার এই তেল নিয়মিত মাখুন। ফল মিলবেই! photo source collected
advertisement
5/5
এর পরেই আসবে জবা ফুলের নাম।জলে বেশ কয়েকটি জবা ফুলের পাপড়ি দিয়ে ফুটিয়ে নিন। জলের রং লালচে হয়ে আসবে। এ বার তা ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রেখে দিন। সপ্তাহে তিন বার ব্যবহার করুন। এছাড়া নারকেল তেলে জবা ফুল ভিজিয়ে রেখেও মাখতে পারেন!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Grey Hair Solution: সাদা চুল কয়েক দিনেই কালো হবে! নতুন চুলও গজাবে! তেলের সঙ্গে মিশিয়ে নিন এই তিন উপাদান!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল