TRENDING:

Grey Hair at Young Age: ৭ দিনেই 'কুচকুচে' কালো চুল! ঘরোয়া পদ্ধতিতেই ৪ হাতেগরম সহজ টিপস! চুল হবে লম্বা-ঘন-মজবুত

Last Updated:
Grey Hair at Young Age: আজকাল মানুষের চুল বয়স বাড়ার আগেই সাদা হয়ে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে। চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। চুল পাকা হয়ে যাওয়া এবং তাদের ক্ষতির কারণে মানুষকে অস্বস্তিতে পড়তে হয়।
advertisement
1/6
৭ দিনেই 'কুচকুচে' কালো চুল! ঘরোয়া পদ্ধতিতেই ৪ হাতেগরম সহজ টিপস!
আজকাল মানুষের চুল বয়স বাড়ার আগেই সাদা হয়ে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে। চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। চুল পাকা হয়ে যাওয়া এবং তাদের ক্ষতির কারণে মানুষকে অস্বস্তিতে পড়তে হয়।
advertisement
2/6
চুলের কালো করার জন্য বিভিন্ন পদ্ধতি মানলেও উপকার পাওয়া যায় না। তবে, ঘোরয়া কিছু নিয়ম মানলে হতে পারে কালো কুচকুচে চুল
advertisement
3/6
আমলকী সাদা চুল কালো করতে অত্যন্ত উপকারী। এতে আছে ভরপুর অ্যান্টি-অক্সিডান্ট আর ভিটামিন, যা চুলে পুষ্টি সরবরাহ করে আর তার স্বাভাবিক রং বজায় রাখে। আমলকী পাউডার, পেস্ট বা তেল হিসেবে নিয়মিত মাখুন পাকা চুলে।
advertisement
4/6
নারকেল তেল দিয়ে চুলের একদম ভিতর পর্যন্ত মালিশ করলে কালো চুল ফিরে পেতে পারেন। নারকেল তেলে মিশিয়ে নিন লেবুর রস, পেঁয়াজের রস যা চুল কালো করতে সাহায‍্য করে।
advertisement
5/6
কারিপাতায় আছে ভিটামিন বি, যা হেয়ার ফলিকলের স্বাভাবিক রং রক্ষা করে আর চুল সাদা হয়ে যাওয়া প্রতিরোধ করে। চুল ধুতে কারিপাতা আর বাটারমিল্ক দিয়ে তৈরি একটি প্যাক ব্যবহার করতে পারেন।
advertisement
6/6
কালো চা পাকা চুল কালো করতে পারে। উজ্জ্বল, স্বাস্থ্যেবান করে চুলকে। জলে কালো চায়ের পাতা অল্প ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। তারপর তা চুলে ঢেলে ত্রিশ মিনিট অপেক্ষা করুন। এবার ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Grey Hair at Young Age: ৭ দিনেই 'কুচকুচে' কালো চুল! ঘরোয়া পদ্ধতিতেই ৪ হাতেগরম সহজ টিপস! চুল হবে লম্বা-ঘন-মজবুত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল