TRENDING:

Winter Skin Care Tips: শীতেও ঝলমলে দাগহীন মুখ, খুশকিমুক্ত জেল্লাদার চুল! ভরসা রাখুন চটজলদি ১২ ঘরোয়া টোটকায়

Last Updated:
Glowing Skin Tips in Winter: নানা কারণে ত্বকে দাগ-ছোপ, ব্রণ দেখা দিতে থাকে। অনেকে আবার ক্ষতিকর কেমিক্যালযুক্ত প্রসাধনী দ্রব্য ব্যবহার করেন, যা অনেক ক্ষেত্রে ত্বকের জন্য বিপদ ডেকে আনে।
advertisement
1/13
শীতেও ঝলমলে মুখ, খুশকিমুক্ত জেল্লাদার চুল! ভরসা রাখুন চটজলদি ১২ ঘরোয়া টোটকায়
*নিদাগ ঝকঝকে মসৃণ ত্বক পেতে কে না চান। কিন্তু অস্বাস্থ্যকর জীবনযাত্রা কিংবা ভুলভাল খাওয়া-দাওয়ার জন্য তার প্রভাব ত্বকের উপরেও পড়ে। পরিবেশগত কারণেও ত্বক নষ্ট হয়ে যেতে পারে। আসলে নানা কারণে ত্বকে দাগ-ছোপ, ব্রণ দেখা দিতে থাকে। সংগৃহীত ছবি।
advertisement
2/13
*অনেকে আবার ক্ষতিকর কেমিক্যালযুক্ত প্রসাধনী দ্রব্য ব্যবহার করেন, যা অনেক ক্ষেত্রে ত্বকের জন্য বিপদ ডেকে আনে। তাই ত্বকের যত্ন করা জরুরি। আর ত্বকের যত্নের জন্য হাজার হাজার টাকা খরচ করে কোনও বাজারজাত পণ্য কেনার দরকার নেই। সংগৃহীত ছবি।
advertisement
3/13
*ঘরে থাকা উপকরণ দিয়ে নিখরচায় করা যেতে পারে ত্বক পরিচর্যা। ফলে ত্বকও হবে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল এবং মসৃণ। আবার চুলের যত্নেও ব্যবহার করা যেতে পারে ঘরোয়া টোটকা। শুধু কি তা-ই, এর মাধ্যমে শরীরের রোগভোগও দূর করা সম্ভব। আজকের প্রতিবেদনে এমনই কিছু উপযোগী ঘরোয়া টোটকার বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। সংগৃহীত ছবি।
advertisement
4/13
*ডুমুর: প্রতিদিন সকালে ডুমুরের ফল খেলে হৃৎপিণ্ড শক্তিশালী হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/13
*নান্নারি মূল: নান্নারি মূল গুঁড়ো করে তা প্রতিদিন মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া হলে জন্ডিস দূর করা সম্ভব। সংগৃহীত ছবি।
advertisement
6/13
*আদা: আদার রস বার করে তা ফুটিয়ে নিতে হবে। এবার সমপরিমাণ ফোটানো আদার রস এবং মধু মিশিয়ে তা ঠান্ডা হতে দিতে হবে। প্রতিদিন খাবারের খাওয়ার পরে তা খেতে হবে। এতে দেহের ওজন কমতে শুরু করবে। সংগৃহীত ছবি।
advertisement
7/13
*মেহেন্দি পাতা: মেহেন্দির পাতা বেটে লাগালে ত্বকের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
8/13
*কারি পাতা: অনেক সময় হাম কিংবা বসন্ত হলে তার দাগ ত্বকে থেকে যায়। সেই দাগ উঠতেই চায় না। সেক্ষেত্রে কিন্তু খসখস এবং হলুদের সঙ্গে কারিপাতা নিয়ে ভাল করে পিষে ক্ষতস্থানে লাগালে সেই দাগ নিমেষে দূর হয়। সংগৃহীত ছবি।
advertisement
9/13
*দই: ত্বকের জন্য টক দই তো ভীষণ উপকারী। দই খেলে তো উপকার মেলেই। এর পাশাপাশি দইয়ের সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে মুখে দশ মিনিট মেখে রাখতে হবে। তারপর মুখ ধুয়ে ফেলতে হবে। এতে মুখের ত্বক জেল্লাদার হয়। সংগৃহীত ছবি।
advertisement
10/13
*জিরে: জিরে ভেজানো জল প্রতিদিন সকালে পান করলে পেট ব্যথা এবং ডায়েরিয়ার মতো পেটের সমস্যা উপশম হয়। সংগৃহীত ছবি।
advertisement
11/13
*দুধ আর হলুদ: মরশুম পরিবর্তন হচ্ছে। যার জেরে গলায় ব্যথা হতে পারে। আর তা দূর করার জন্য প্রতিদিন সকাল আর সন্ধ্যায় গরম দুধে হলুদ গুঁড়ো মিশিয়ে পান করা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
12/13
*পিঁয়াজ: শীতের মরশুমে ত্বক শুষ্ক হয়ে খুসকির সমস্যা দেখা দেয়। তা প্রতিরোধ করতে একটি ছোট পিঁয়াজ থেঁতো করে তার রস মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললেই হবে কামাল। সংগৃহীত ছবি।
advertisement
13/13
*মেথি আর আমলকি: খুশকি দূর করে চুলে জেল্লা আনতে জুড়ি মেলা ভার এই দুই উপাদানের। দুই উপকরণ একসঙ্গে পিষে নিয়ে সপ্তাহে একবার মাথায় লাগালেই মিলবে উপকার। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Skin Care Tips: শীতেও ঝলমলে দাগহীন মুখ, খুশকিমুক্ত জেল্লাদার চুল! ভরসা রাখুন চটজলদি ১২ ঘরোয়া টোটকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল