Ginger Benefits: জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, গা-হাত-পায়ের ব্যথা কমাবে এক টুকরো আদা! জানুন কীভাবে খাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Ginger Benefits: শীতকালের সব সমস্যার সমাধান হতে পারে এক টুকরো আদা! শুধু জানতে হবে এই আদার সঠিক ব্যবহার ও খাওয়ার সঠিক নিয়ম!
advertisement
1/6

শীতে জ্বর, ঠান্ডা, গলায় ব্যথা থেকে মুক্তি পেতে দারুণ চমক দিতে পারে আদা। ঘরোয়া এই টোটকাতে রয়েছে একাধিক সমস্যার সমাধান।
advertisement
2/6
জ্বর, ঠাণ্ডা লাগা, ব্যথায় আদা উপকারী। কারণ আদায় এমন কিছু উপাদান রয়েছে, যা বডি টেম্পারেচারে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শীতকালে ঠাণ্ডার সময় তাই আদা চা খেতে পারেন।
advertisement
3/6
ঋতু পরিবর্তনের সময় অ্যাজমা, মাইগ্রেনের মতো সমস্যা প্রায়শই দেখা যায়। এই সময়ে ডায়েটে আদা রাখুন। সর্দি-কাশির প্রকোপের সময় মুখে আদা রাখলে, আরাম পাবেন।
advertisement
4/6
গা গোলানো ও বমিভাব থেকে রেহাই পেতে কয়েক কুচি আদা চিবিয়ে খেয়ে দেখুন। সমস্যা অনেকটা কমবে।
advertisement
5/6
যদি ঠান্ডার কারণে আপনার পেশীতে ব্যথা শুরু হয়, তাহলে আপনার আদার কাড়া খাওয়া শুরু করা উচিত। আদার ভিতরে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে পেশীর ব্যথায় অনেক উপশম হয়।
advertisement
6/6
শীতকালে ঠান্ডাজনিত কারণে মানুষ প্রায়ই মাথা ব্যথার অভিযোগ করে। এমন পরিস্থিতিতে আপনি যদি আদার কাড়া খান তবে আপনি অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ginger Benefits: জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, গা-হাত-পায়ের ব্যথা কমাবে এক টুকরো আদা! জানুন কীভাবে খাবেন