TRENDING:

Get Sparkling White Teeth: নামীদামি পেস্ট ব্যবহার করেও দাঁত হলদেটেই থাকছে? চিন্তা করবেন না, নিমেষে ঝকঝকে সাদা দাঁত পান এই সহজ-ঘরোয়া উপায়ে

Last Updated:
হাজার নামীদামি, কেতাদার টুথপেস্ট দিয়ে দাঁত মেজেও দাঁত হলদেটে থাকছে? দু’বেলা নিয়ম করে দাঁত মেজেও যাচ্ছে না দাঁতের হলুদ দাগছোপ? আপনার হলদে দাঁত ঝকঝকে সাদা হবে সহজ ঘরোয়া টোটকায়।
advertisement
1/5
নামীদামি পেস্ট ব্যবহার করেও দাঁত হলুদ? নিমেষে ঝকঝকে সাদা দাঁত পান এই ঘরোয়া উপায়ে
হাজার নামীদামি, কেতাদার টুথপেস্ট দিয়ে দাঁত মেজেও দাঁত হলদেটে থাকছে? দু’বেলা নিয়ম করে দাঁত মেজেও যাচ্ছে না দাঁতের হলুদ দাগছোপ? হলদে দাঁতের ভয়ে সবার সামনে মনখুলে হাসতেও পারছেন না? চিন্তা করবেন না! আপনার হলদে দাঁত ঝকঝকে সাদা হবে সহজ ঘরোয়া টোটকায়।
advertisement
2/5
নারকেল তেল-- খানিকটা নারকেল তেল মুখে নিয়ে দু-তিন মিনিট ভাল করে কুলকুচি করুন, তার পর তেলটা ফেলে দিন। দেখবেন, নিমেষে দাঁত ঝকঝকে হয়ে গিয়েছে। পাশাপাশি, নারকেল তেল দাঁতের স্বাস্থ্যও ভাল রাখে।
advertisement
3/5
নুন-- দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প নুন নিয়ে দাঁতে ঘষে নিন। দাঁত ঝকঝকে সাদা হবে। পাশাপাশি নুন দাঁতের গোড়া শক্ত ও মজবুত করে
advertisement
4/5
বেকিং সোডা-- টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁত মেজে নিন। দাঁত চকচকে হবে।
advertisement
5/5
পাতিলেবুর রস-- পাতিলেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে দাঁতের হলদে ভাব দূর হয়। পাতিলেবুর খোসা দিয়ে দাঁত ঘসলেও দাঁত ঝকঝকে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Get Sparkling White Teeth: নামীদামি পেস্ট ব্যবহার করেও দাঁত হলদেটেই থাকছে? চিন্তা করবেন না, নিমেষে ঝকঝকে সাদা দাঁত পান এই সহজ-ঘরোয়া উপায়ে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল