TRENDING:

General Knowledge: 'বিশ্বের' সবচেয়ে 'বড়' ছাগল কোনটি জানেন...? পাকিস্তানের জাতীয় পশু! 'নাম' শুনলেই 'ডাবল' চমক!

Last Updated:
General Knowledge: আমাদের দেশের জাতীয় পশু সম্পর্কে আমরা সকলেই জানি। এটি কেবল দ্রুত গতি এবং তৎপরতারই প্রতীক নয়, খুব ভাল শিকারীও। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় পশু কী? উত্তর খুঁজে আপনারও যদি কাল ঘাম ছোটে তাহলে প্রতিবেদনটি পড়ে ফেলুন এই বেলা।
advertisement
1/11
'বিশ্বের' সবচেয়ে 'বড়' ছাগল কোনটি জানেন...? পাকিস্তানের জাতীয় পশু! 'ডাবল' চমক!
আমাদের দেশের জাতীয় পশু কী, তা কে না জানে। এর জন্য কী আর সাধারণ জ্ঞানের পাঠ পড়তে হবে? ছোট থেকে বড় সকলেই জানে আমাদের জাতীয় পশু হল বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার। প্রচণ্ড ক্ষিপ্রতা, দ্রুত গতি এবং তৎপরতার প্রতীকই শুধু নয়, বাঘ খুব ভাল শিকারীও। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় পশু আসলে কী?
advertisement
2/11
আমাদের চারপাশের নানা কিছু নিয়েই সবার ঝুলিতেই আছে কম বেশি নানা সাধারণ জ্ঞান। তা সে বিজ্ঞান হোক বা দেশ বিদেশের ইতিহাস। বিশেষ করে নিজের দেশের সম্পর্কে আমাদের জানার বহর যথেষ্ট হলেও দেশের বাইরে গোটা বিশ্বের অনেক অবাক করা তথ্যই আমাদের জ্ঞানের নাগালের বাইরে থাকে।
advertisement
3/11
তাই এই ধরণের জ্ঞানের চর্চা প্রাণী ও জীবজগৎ থেকে শুরু করে নানা দেশের নানা বিষয়ে আমাদের সচেতনতাকে আরও প্রতিফলিত করে। এই ধরণের জ্ঞানের নিয়মিত চর্চার মধ্যে দিয়ে একজন শিক্ষিত এবং সচেতন ব্যক্তি হয়ে ওঠা আরও সহজ হয় নিঃসন্দেহে।
advertisement
4/11
আমাদের দেশের জাতীয় পশু সম্পর্কে আমরা সকলেই জানি। এটি কেবল দ্রুত গতি এবং তৎপরতারই প্রতীক নয়, খুব ভাল শিকারীও। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় পশু কী? উত্তর খুঁজে আপনারও যদি কাল ঘাম ছোটে তাহলে প্রতিবেদনটি পড়ে ফেলুন এই বেলা।
advertisement
5/11
এক কথায় বলতে গেলে বলা যায়, পাকিস্তানের জাতীয় পশু হল ছাগল। কিন্তু এই ছাগল যে সে ছাগল মোটেই নয়। এটি একটি বিশেষ জাতের ছাগল, যাকে 'মারখোর' বলে। এটি একটি অত্যন্ত শক্তিশালী পাহাড়ী ছাগল, যা হিমালয় অঞ্চলে দেখতে পাওয়া যায়।
advertisement
6/11
জানলে আরও অবাক হবেন যে এই প্রাণীটির সবচেয়ে বড় শত্রু হল সাপ। মারখোর ছাগল সাপ খুঁজে বের করতে যেমন পটু তেমনই সেই সাপকে রীতিমতো চিবিয়ে খেয়ে ছুড়ে ফেলে দেয় এই ছাগল।
advertisement
7/11
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সাপ চিবানো মারখোর ছাগলকে তাদের প্রতীক বানিয়েছে। আসলে এই 'মারখোর' ছাগল হল একটি পশতু ভাষার শব্দ যার অর্থ 'সাপ খাওয়া' বা 'সাপ-হত্যাকারী'। স্থানীয় লোককাহিনী মতে, এই প্রাণীটি তার বিশেষ শিং দিয়ে সাপ মেরে তারপর সেই সাপকে চিবিয়ে খেতে সক্ষম।
advertisement
8/11
মানুষ এমনও বিশ্বাস করে যে ছাগলের মুখ থেকে বেরনো ফেনা সাপের কামড়ের পর বিষ দূর করতে সাহায্য করে। এই 'মারখোর' ছাগল আবার যেখানেই সাপ দেখতে পায়, সে তার শক্তিশালী খুর দিয়ে মেরে ফেলে। বিশ্বাস করা হয় যে যেখানে মারখোর বাস করে সেখানে সাপ দেখা যায় না।
advertisement
9/11
'মারখোর' একটি অত্যন্ত শক্তিশালী প্রাণী। ৬ ফুট পর্যন্ত লম্বা এবং ২৪০ পাউন্ড পর্যন্ত ওজনের এই প্রাণী। এর চোয়াল থেকে পেটের নীচ পর্যন্ত ঘন দাড়ি রয়েছে।
advertisement
10/11
মারখোররা উত্তর ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে তুর্কিস্তান পর্যন্ত ২,০০০ থেকে ১১,৮০০ ফুট পর্যন্ত বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় বাস করে। বর্তমানে তারা বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত।
advertisement
11/11
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge: 'বিশ্বের' সবচেয়ে 'বড়' ছাগল কোনটি জানেন...? পাকিস্তানের জাতীয় পশু! 'নাম' শুনলেই 'ডাবল' চমক!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল