General Knowledge: AM আর PM এর 'ফুলফর্ম' কী বলুন তো? প্রশ্ন শুনে ঘাম ছুটছে অনেকের...! আপনি জানেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge: সাধারণ জ্ঞান নিঃসন্দেহে মানুষকে প্রতিদিন নতুন নতুন করে অবাক করে। আর এই সাধারণ জ্ঞানের অলিন্দে যেমন থাকে নানা জ্ঞান বিজ্ঞানের তথ্য, তেমনই আছে নানা চেনা জিনিসের অচেনা অজানা গল্প। যা অনেকেরই জানা, কিন্তু প্রশ্ন শুনলে আকাশ থেকে পড়ি আমরা।
advertisement
1/14

সাধারণ জ্ঞান নিঃসন্দেহে মানুষকে প্রতিদিন নতুন নতুন করে অবাক করে। আর এই সাধারণ জ্ঞানের অলিন্দে যেমন থাকে নানা জ্ঞান বিজ্ঞানের তথ্য, তেমনই আছে নানা চেনা জিনিসের অচেনা অজানা গল্প। যা অনেকেরই জানা, কিন্তু প্রশ্ন শুনলে আকাশ থেকে পড়ি আমরা।
advertisement
2/14
যুগ যুগ ধরে নানা আবিষ্কারই মানুষ করে চলেছে। ঘড়িও তাদের মধ্যে একটি। প্রাচীনকাল থেকেই সূর্যের ধারণার ভিত্তিতে সকাল, দুপুর ও সন্ধ্যার হিসাব করা হত। রাতে মানুষ চাঁদ-তারার সাহায্যে সময় বের করত। কিন্তু ঘড়ির গুরুত্বপূর্ণ আবিষ্কার সময় জানার সমস্যা দূর করে।
advertisement
3/14
আজ, সারা বিশ্বের মানুষ সময় জানার জন্য ঘড়ি ব্যবহার করে থাকেন। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল ঘড়ি ব্যবহৃত হয়। ডিজিটাল ঘড়িতে আপনি AM এবং PM দেখে সময় সেট করেন। এক দিনে ২৪ ঘণ্টা সময়। কিন্তু AM এবং PM ফরম্যাটে ১২ ঘণ্টা হিসেবে ব্যবহার করা হয়।
advertisement
4/14
এখন হঠাৎ করে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে এই এএম এবং পিএম- আসলে কী? মজার কথা হল দিনে চোদ্দবার ব্যবহার করা সত্ত্বেও অনেকেই কিন্তু এ বিষয়ে জানেন না। তাই কিছু লোক ডিজিটাল ঘড়ির দিকে তাকিয়ে AM এবং PM সম্পর্কে বিভ্রান্ত থেকে যায়।
advertisement
5/14
কিন্তু সময় দেখার জন্য আপনাকে অবশ্যই AM এবং PM সম্পর্কে জানতে হবে। তাহলে আসুন জেনে নিই AM এবং PM এর অর্থ এবং এই দুইয়ের মধ্যে পার্থক্য-
advertisement
6/14
কিন্তু জানেন কী এই AM আর PM শব্দগুলির ফুলফর্ম ঠিক কী? দুপুর ১১টা পর্যন্ত সময় বোঝাতে লেখা হয়ে থাকে AM এবং তারপর থেকে রাত ১১টা পর্যন্ত PM৷ কিন্তু, কখনও ভেবেছেন কি এই AM-PM এর পূর্ণ অর্থ ঠিক কী?
advertisement
7/14
জানলে অবাক হবেন, সময়ের জন্য আমরা যে AM এবং PM ব্যবহার করি তা আসলে কিন্তু এসেছে ইংরেজি নয়, বরং ল্যাটিন শব্দ থেকে।
advertisement
8/14
ল্যাটিন শব্দ Ante Meridiem এবং Post Meridiem-এর সংক্ষিপ্ত রূপ হল এই AM এবং PM। AM এবং PM দুপুরের আগে এবং দুপুরের পরের সময় নির্দেশ করে।
advertisement
9/14
AM এবং PM এর মধ্যে পার্থক্যদিনে ২৪ ঘন্টা থাকে। কিন্তু ঘড়িতে আছে মাত্র ১২টি সংখ্যা। অতএব, একই সময়ের সংখ্যা দিনে দুবার ঘড়িতে প্রদর্শিত হয়। যেমন সকাল ৭টা এবং রাত ৭টা।
advertisement
10/14
আসলে এখানে AM মানে Ante Meridiem এবং PM মানে Post Meridiem। AM হল দুপুরের আগের সময়। যেখানে PM মানে সেই সময় যা দুপুরের পর বোঝায়।
advertisement
11/14
অর্থাৎ, দুপুরের আগে সময় জানার জন্য AM এবং দুপুরের পরের সময় জানার জন্য PM ব্যবহার করা হয়। এভাবে দুপুর ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময় হলো AM এবং দুপুর ১২টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত সময় হল PM।
advertisement
12/14
উদাহরণস্বরূপ, সকাল ৬ am হলে ভোর, এবং ৬ pm হল বিকেল; ১am হলে মধ্যরাতের এক ঘণ্টা পরে, রাত ১১pm হলে মধ্যরাতের এক ঘণ্টা আগে।
advertisement
13/14
AM এবং PM হল ল্যাটিন শব্দ। আবার meridiem হল ল্যাটিন ভাষার আরও একটি শব্দ৷ যার অর্থ দুপুর৷
advertisement
14/14
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge: AM আর PM এর 'ফুলফর্ম' কী বলুন তো? প্রশ্ন শুনে ঘাম ছুটছে অনেকের...! আপনি জানেন?