Gardening Tips: গাছে পোকামাকড় আসবে না! থাকবে সবুজ-সতেজ! বিশেষ 'এই' কায়াদায় কাজে লাগান পেঁয়াজের খোসা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Gardening Tips: পেঁয়াজ ব্যবহারের আগে খোসা ছাড়িয়ে আবর্জনায় ফেলে দেওয়া হয়। তবে এর খোসা প্রচুর কাজে লাগতে পারে। খোসা সার তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
advertisement
1/6

প্রতিটি রান্নাঘরে পেঁয়াজ ব্যবহার করা হয়। পেঁয়াজ ছাড়া কোনও খাবার তৈরি করা প্রায় অসম্ভব।
advertisement
2/6
পেঁয়াজ ব্যবহারের আগে খোসা ছাড়িয়ে আবর্জনায় ফেলে দেওয়া হয়। তবে এর খোসা প্রচুর কাজে লাগতে পারে। খোসা সার তৈরিতে ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজের খোসা থেকে যদি কম্পোস্ট তৈরি করেন, তাহলে রান্নাঘরের বাগানের জন্য আলাদা কম্পোস্ট কিনতে হবে না।
advertisement
3/6
পেঁয়াজের খোসায় পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো অনেক উপাদান পাওয়া যায়। যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। পেঁয়াজের খোসা থেকে তৈরি সার গাছের ভাল বৃদ্ধিতে সাহায্য করবে। গাছপালা পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না।
advertisement
4/6
পেঁয়াজ খোসা ছাড়ানোর পর ডাস্টবিনে ফেলবেন না, বরং সংগ্রহ করে রাখুন। এরপর এই খোসাগুলো এক লিটার জলে ভিজিয়ে রাখুন। এই খোসাগুলো প্রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।
advertisement
5/6
মনে রাখবেন, জলে ভিজিয়ে রাখা খোসা রোদে নয়, ছায়াযুক্ত স্থানে রাখা উচিত। ৪৮ ঘণ্টা পর এই খোসাগুলো ভাল ভাবে ছাঁকনি দিয়ে নিন। এর পরে প্রস্তুত দ্রবণটি ব্যবহার করা যেতে পারে।
advertisement
6/6
একবার প্রস্তুত হয়ে গেলে দ্রবণটি ১০ থেকে ১৫ দিনের জন্য ব্যবহার করা যেতে পারে। বিশেষ বিষয় হল রান্নাঘরের বাগানে এই জৈব সার ব্যবহার করলে গাছের বৃদ্ধি ভাল হবে। পোকামাকড় আসবে না। গাছগুলিতে আরও ফল ধরবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips: গাছে পোকামাকড় আসবে না! থাকবে সবুজ-সতেজ! বিশেষ 'এই' কায়াদায় কাজে লাগান পেঁয়াজের খোসা