Fuchka Health Benefits: সপ্তাহে দু'দিন করে ফুচকা খান, শরীরে অদ্ভুত সব পরিবর্তন হবে! জানলে নিজেই চমকে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Fuchka Health Benefits: ফুচকা খেয়ে মন ভাল হয়, এ তো সবারই জানা। ফুচকা কিন্তু শরীরেও দারুণ সব প্রভাব ফেলে। জানলে অবাক হয়ে যাবেন।
advertisement
1/10

ফুচকার নাম শুনবেন অথচ জিভে জল আসবে না, তাও কি হয়? স্ট্রিটফুড হিসেবে ফুচকা এতটাই জনপ্রিয় যে, নানা জায়গায় তার নানা অবতার। কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/10
ফুচকার স্বাদে মজে থাকে আট থেকে আশি। এতকাল তো কেবল ভালবেসেই ফুচকা খেয়েছেন। কিন্তু ফুচকা খেলে যে শরীর থেকে উধাও হবে একাধিক রোগ জানেন কি?
advertisement
3/10
শরীর ভাল রাখতে সপ্তাহে ২ দিন খেতেই পারেন ফুচকা, আর অবশ্যই সেই টক জল। কেন খাবেন ফুচকা?
advertisement
4/10
হজমের গোলমালে ভোগেন? ঘনঘন অম্বলের আশঙ্কা থাকলে আপনার সহায় হতে পারে ফুচকার টক জল।
advertisement
5/10
কারণ এতে তেঁতুল ছাড়াও রয়েছে ধনেপাতা, বিট নুন, ধনেগুঁড়ো, লঙ্কা আর লেবু। এই জল হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
advertisement
6/10
মেদ বেশি হয়ে গিয়েছে বলে ফুচকা খাওয়া বন্ধ করেছেন? আপনার মেদ ঝরানোর হাতিয়ার হতে পারে কিন্তু ফুচকাই! ফুচকার জলে থাকা লেবু বা তেঁতুল শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
advertisement
7/10
ঘন-ঘন সর্দি-কাশি জ্বরে ভোগেন? ব্যাকিটিরিয়া জনিত সমস্যার হাত থেকেও নিস্তার মিলবে ফুচকা খেলে।
advertisement
8/10
ফুচকার জলে যে তেঁতুল ব্যবহার করা হয়, তার বীজে রয়েছে এমন উপাদান যা ব্যাকিটিরিয়াকে প্রতিহত করতে পারে। ফলে এই ধরনের সংক্রমণ কম হয়।
advertisement
9/10
কী ভাবে খাবেন? কোনও জিনিসই বেশি খাওয়া ভাল নয়, তাই ফুচকাও বেশি খাবেন না। মেপে খান।
advertisement
10/10
যদি বাইরে বানানো ফুচকা খেতে আপত্তি থাকে, তা হলে এইসব উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন ফুচকা আর টক জল। মিলবে সমান উপকার। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fuchka Health Benefits: সপ্তাহে দু'দিন করে ফুচকা খান, শরীরে অদ্ভুত সব পরিবর্তন হবে! জানলে নিজেই চমকে উঠবেন