Fruits: এই ফল যৌবন ধরে রাখতে পারে, ত্বক করে ঝলমলে, দেখতে আতার মতো, দামেও সস্তা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
দেখতে অনেকটা আতার মতোই, তবে আকারে ছোট এই ফল। চলতি ভাষায় একে নোনা ফল বলে
advertisement
1/5

আতা নয়, তবে আতার মতো দেখতে এই ফল পুষ্টিগুণে ভরপুর, দূরে রাকে একাধিক জটিল-কঠিন রোগ
advertisement
2/5
দেখতে অনেকটা আতার মতোই, তবে আকারে ছোট এই ফল। চলতি ভাষায় একে নোনা ফল বলে। রোজ একটা করে এই ফল খেলে ত্বক ঝলমলাবে, ফিরে আসবে যৌবন। বলা হয়, এই ফল যৌন ধরে রাখতে পারে।
advertisement
3/5
বিশিষ্ট চিকিৎসক জেন হালদার বলেন, নোনা ফল শরীরের শক্তি বৃদ্ধি করে, শরীরে ভিটামিন ও মিনারেল জোগায়, ক্লান্তি কমায়।
advertisement
4/5
মূলত হাটে-বাজারে এই ফল খুব কম দেখা যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ফলের গাছ বিস্তর। আতার থেকে অনেকটাই দাম কম।
advertisement
5/5
শহরের মানুষ আতা ও নোনা গুলিয়ে ফেলে। গ্রামে ঝোপেঝাড়ে বেড়ে ওঠে এই নোনা ফল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fruits: এই ফল যৌবন ধরে রাখতে পারে, ত্বক করে ঝলমলে, দেখতে আতার মতো, দামেও সস্তা