TRENDING:

ফল রাখলেই ভনভন করছে গা ঘিনঘিনে 'মাছি'...? চুটকিতে চলে যাবে! শিখে নিন তাড়ানোর দুর্দান্ত সহজ 'টোটকা'!

Last Updated:
Fly: বিষাক্ত ব্যাকটেরিয়ায় ভর্তি। ফলে, খাবারে বসা বা রান্নাঘরে ভনভন করতে থাকা মাছি দ্রুত দূর করা খুব জরুরি। জেনে নিন কেন এই মাছি নিয়ে সতর্ক হওয়া জরুরি। একইসঙ্গে আজ এই প্রতিবেদনে শেয়ার করা যাক মাছি তাড়ানোর কিছু দুর্দান্ত কার্যকর উপায় যা নিমেষে বাড়ি করবে 'মাছিমুক্ত'।
advertisement
1/21
ফল রাখলেই ভনভন করছে গা ঘিনঘিনে 'মাছি'...? চুটকিতে চলে যাবে! শিখে নিন তাড়ানোর সহজ 'টোটকা'!
গরমকালে চরম বাড়ে মশা-মাছি-পোকামাকড়ের উপদ্রব। মশা তাড়ানোর বিভিন্ন উপায় আমাদের জানা থাকলেও মাছি দূর করার কার্যকরী উপায় জানেন না অনেকেই। আর তাতেই প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। ফল বা খাবার কিছুক্ষণ খোলা রাখলেই মাছি ভনভন করতে শুরু করে। Representative Image
advertisement
2/21
তবে শুধু খাবারেই নয়, এমনিতেও রান্নাঘরে মাছির উৎপাত সবসময় লেগেই থাকে। আমরা অনেকেই এই পতঙ্গটিকে হালকা ভাবে নিয়ে থাকি। ভাবি উড়ে যাবে ঠিক। কিন্তু যেই কয়েক মুহূর্ত মাছি খাবারে বা ফলে বসছে সেইটুকু সময়ে কী হয় তা জানলে আপনিও আঁতকে উঠবেন। Representative Image
advertisement
3/21
অস্বাস্থ্যকর মাছি নানা ধরনের রোগজীবাণু বহন করে। ফলে, খাবারে বসা বা রান্নাঘরে ভনভন করতে থাকা এই মাছি দ্রুত দূর করা খুব জরুরি। জেনে নিন কেন এই মাছি নিয়ে সতর্ক হওয়া জরুরি। একইসঙ্গে আজ এই প্রতিবেদনে শেয়ার করা যাক মাছি তাড়ানোর কিছু দুর্দান্ত কার্যকর উপায় যা নিমেষে বাড়ি করবে 'মাছিমুক্ত'। Representative Image
advertisement
4/21
বাড়িতে মাছি থাকবে এটা সাধারণ ব্যাপার, তবে খেয়াল রাখতে হবে যাতে খাবারের উপর কোনও ভাবেই মাছি বসতে না পারে। বেশিরভাগ আঢাকা খাবারে মাছি বসতে দেখা যায়। অজান্তেই আমরা সেই খাবার খেয়ে নিই। কিন্তু এই পতঙ্গটি আপনার খাবারকে স্পর্শ করলে কী ঘটতে পারে জানলে আপনিও অবাক হয়ে যাবেন।
advertisement
5/21
এখানেই শেষ নয়, মাছি খাবারে ডিমও পাড়ে। আপনি যদি অবশিষ্টাংশ খাবার পরবর্তী সময়ের জন্য রাখতে চান তাহলে অবশ্যই ঢাকা দিয়ে রাখুন। না হলে মাছির ডিমের বাসায় পরিণত হতে পারে আপনার প্রিয় খাবারটি। সেক্ষেত্রে কিছু সময় পর সেই লার্ভা আপনাকে বিষাক্ত ব্যাকটেরিয়া-জনিত ক্ষতির ঝুঁকির মুখেও ফেলতে পারে।
advertisement
6/21
আমরা কম বেশি সকলেই জানি যে এই প্রাণীটি ব্যাকটেরিয়ায় ভরা। সাম্প্রতিক একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাছির শরীরের বাইরের অংশেই সবচেয়ে বেশি সংখ্যক জীবাণু পাওয়া যায়। অর্থাৎ এই মাছি কোনও কিছু স্পর্শ করলেই তা মারাত্মকভাবে সংক্রমিত হতে পারে।
advertisement
7/21
তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এই প্রাণীটিকে বাড়ি থেকে দূর করা জরুরি। বাড়ি থেকে মাছি দূর করতে চাইলে সবচেয়ে কার্যকর উপায় ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। আজ পাঠকদের জন্য থাকছে মাছি তাড়াতে কী করতে পারেন।
advertisement
8/21
১) ঘর মোছার জলে খানিকটা ভিনিগার মিশিয়ে নিন। পরপর এভাবে ঘর মুছলে কমে যাবে মাছির উৎপাত।
advertisement
9/21
২)এই টোটকা অবাক করে দেবে আপনাকে। জানেন কী মোমবাতি জ্বালিয়ে রাখলে মাছি বের হয়ে যায়।
advertisement
10/21
৩) এছাড়া লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের উপর রেখে দিন। মশা-মাছি ঘেঁষবে না একটাও।
advertisement
11/21
৪) নিম পাতা জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার জলে মিশিয়ে নিন। এই জল দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। অন্যান্য জায়গায় মুছতে পারেন। মাছি আসবে না আর।
advertisement
12/21
৫) ফিনাইল দিয়ে ঘর মুছুন। মাছি দূর হবে এই সামান্য কাজেই।
advertisement
13/21
৬) নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির আনাগোনা কমে যাবে নিশ্চিত।
advertisement
14/21
৭) জানালায় নেট লাগিয়ে দিন। মাছি আসবে না ঘরে।
advertisement
15/21
৮) ডিশ ওয়াশিং সোপ, জল ও ভিনিগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে।
advertisement
16/21
৯) অ্যাপেল সাইডার ভিনেগার: একটি গ্লাসে সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে গ্লাসের মুখটি সেলোফেন পেপার বা সাদা প্লাস্টিকের পেপার দিয়ে মুড়িয়ে দিন।
advertisement
17/21
১০) একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝেখানে ছিদ্র করুন। মাছির আকারে যেন মাছি ভেতরে ঢুকতে পারে এমন। কিন্তু বের হতে পারবে না এমন।
advertisement
18/21
১১) ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে ভেতরে ঢুকে আটকে যাবে মাছি। যে স্থানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা সেখানে রাখুন ভিনিগার।
advertisement
19/21
কাগজের চোঙা টোটকা :একটি লম্বা জলের পাত্র বা ফুলদানিতে যে কোনও তরল পদার্থ ভরে নিন। এরপর কাগজ দিয়ে চোঙা বানিয়ে ওই পাত্রে রাখুন।
advertisement
20/21
তরল পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে মাছি কাগজের চোঙা দিয়ে ভেতরে ঢুকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না।
advertisement
21/21
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ফল রাখলেই ভনভন করছে গা ঘিনঘিনে 'মাছি'...? চুটকিতে চলে যাবে! শিখে নিন তাড়ানোর দুর্দান্ত সহজ 'টোটকা'!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল