TRENDING:

How Number Of Hilsha Will Increase: ইলিশের নম্বর বাজারে হয়ে যাবে ডবল, জাস্ট কয়েকদিন করতে হবে এই কাজ, মৎস্যজীবীদের চমৎকার পরামর্শ

Last Updated:
How Number Of Hilsha Will Increase: ফিশিং ব্যান পিরিয়ডের সময়সীমা বাড়লে বাড়বে ইলিশের উৎপাদন দাবি মৎস্যজীবীদের
advertisement
1/5
ইলিশের নম্বর বাজারে হবে ডবল,জাস্ট কয়েকদিন করতে হবে এই কাজ,মৎস্যজীবীদের চমৎকার পরামর্শ
দক্ষিণ ২৪ পরগনা: ইলিশের প্রজনন ও বড় ইলিশ পেতে বাড়াতে হবে ফিশিং ব্যান পিরিয়ডের সময়সীমা। এই সময়সীমা বাড়িয়ে ৯০ দিন করলে খুব ভাল হয় বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে প্রায় ৬০ দিন সময়সীমা রয়েছে ব্যান পিরিয়ডের। ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এই ফিশিং ব্যান পিরিয়ড, চলবে ১৪  জুন পর্যন্ত। তবে এই সময়সীমা আরও ১ মাস বৃদ্ধির দাবি তুলেছে মৎস্যজীবী সংগঠনগুলি।
advertisement
2/5
আগে এই সময় ছিল ৪৫ দিনের। এখন এই সময় বেড়ে হয়েছে প্রায় ৬০ দিন। এই সময় আরও বাড়িয়ে ৯০ দিন করলে মাছের প্রজনন বাড়বে। ফলে মাছের ঘাটতি রোধ করা যাবে।
advertisement
3/5
এই কাজ করলে ভবিষ্যতে বড় ইলিশ পাওয়া যাবে। খুব শীঘ্রই সরকারের কাছে এই দাবি জানানো হবে বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বিজন মাইতি। এই কথার সঙ্গে একমত মৎস্যজীবী সংগঠনের অন্যান্য সদস্যরা।
advertisement
4/5
তাঁরা জানিয়েছেন, আগে এই সময়সীমা ৪৫ দিনের ছিল। এখন ৬০ দিন হয়েছে। সমস্ত দেশে একসঙ্গে ব্যান পিরিয়ড চলছে। ফলে ৯০ দিনের দাবিও ভবিষ্যতে পূরণ হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে এই দাবির সঙ্গে সকলের একমত হতে হবে। অন্যথা সমস্যা হবে।
advertisement
5/5
এর সঙ্গে ব্যান পিরিয়ড নিয়ে আগের থেকে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকলে মিলে এগিয়ে এলেই ভবিষ্যতে ভাল মাছ মিলবে বলে জানিয়েছেন তাঁরা। Input- Nawab Mullick
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How Number Of Hilsha Will Increase: ইলিশের নম্বর বাজারে হয়ে যাবে ডবল, জাস্ট কয়েকদিন করতে হবে এই কাজ, মৎস্যজীবীদের চমৎকার পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল