Fish Price Hike: হিটওয়েভের প্রভাব মাছেও, আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে মাছের দাম, বাঙালির জন্য বাজে খবর
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Macher Daam Briddhi: তীব্র গরমের কারণে মারা যাচ্ছে মাছ। সময় পেরিয়ে গেলেও মাছের চারা ছাড়তে পারছেন না মাছ চাষিরা।
advertisement
1/5

: প্রকৃতির খামখেয়ালিপনা যে কতটা ভয়ংকর হতে পারে তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের মানুষ। শুধু মানুষ বললে ভুল হবে তীব্র এই গরমে সমস্ত প্রাণীকুল বিপদের সামনে দাঁড়িয়ে আর গরমের সেই প্রভাব গিয়ে পড়ছে জলের নিচেও। তীব্র গরমের কারণে মারা যাচ্ছে মাছ। সময় পেরিয়ে গেলেও মাছের চারা ছাড়তে পারছেন না মাছ চাষিরা।
advertisement
2/5
প্রসঙ্গত, জেলার একাধিক জায়গাতে ছোট বড় বিভিন্ন জলাশয় লিজ নিয়ে অনেকে মাছ চাষ করেন। কেউ কেউ আবার নিজের জলাশয়ে মাছ চাষ করেন তার জন্য ব্যয় হয় লক্ষ লক্ষ টাকা। কিন্তু সেখানেই বিপদ হয়ে দাঁড়িয়ে আছে এই তীব্র গরম।
advertisement
3/5
কারণ গরমের ফলে জলাশয়গুলির জল গরম হয়ে যাচ্ছে। যার ফলে মারা যাচ্ছে মাছ। আবার এই সময়ই বিভিন্ন জলাশয়গুলিতে মাছের চারা ছাড়া হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও এবারে তা করা যাচ্ছে না।
advertisement
4/5
মৎস্য চাষিরা বলছেন, চলতি বছরে এবারে এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। জলাশয়গুলি থেকে জল শুকিয়ে যাচ্ছে। ফলে খুব সহজে জলাশয়ের জল গরম হয়ে যাচ্ছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে মাছের উপর। জল গরম হয়ে যাওয়ার কারণে বহু মাছ মারা যাচ্ছে। যার ফলে ক্ষতি হচ্ছে মাছ চাষিদের। আবার জুন মাসের এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
advertisement
5/5
স্বাভাবিকভাবে এই সময়টি মাছের চারা ছাড়ার জন্য আদর্শ। কিন্তু এবারে বৃষ্টি দেখা নেই। তাই সময় পেরিয়ে গেলেও মাছের চারা তারা ছাড়তে পারছে না। সবমিলিয়ে এই গরমের কারণে মৎস্য চাষিরা ভয়ংকর বিপদের মুখে দাঁড়িয়ে আছেন। বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা। Input- Nayan Ghosh
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish Price Hike: হিটওয়েভের প্রভাব মাছেও, আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে মাছের দাম, বাঙালির জন্য বাজে খবর