Fish in Dream Meaning: মাছের স্বপ্ন দেখলে কী হয়? জীবন বদলে যেতে পারে নিমেষে! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Fish in Dream Meaning: আপনি কি মাঝে মাঝেই মাছের স্বপ্ন দেখেন? কেমন মাছ, মাছের আকার-- স্বপ্নের অর্থ আলাদা। জানুন
advertisement
1/7

স্বপ্ন সবাই দেখে। কেউ জেগে, কেউ ঘুমিয়ে। বিশেষজ্ঞরা ঘুমিয়ে দেখা স্বপ্নের বিভিন্ন অর্থের ব্যাখ্যা দিয়েছেন। অনেক সময়ই স্বপ্ন আমাদের ঘুম থেকে উঠেও মনে থেকে যায়। আর সেই স্বপ্নই নানা ঘটনার ইঙ্গিত দেয়। স্বপ্নে পড়ে যাওয়া, খিদে পাওয়া এমনকী মৃত্যুও দেখেন অনেকে। জানেন স্বপ্নে মাছ দেখারও নানা ব্যাখ্যা রয়েছে।
advertisement
2/7
স্বপ্নে যদি বড় মাছ দেখেন, সেটা অশুভ মনে করা হয়। এই স্বপ্ন আসলে নেতিবাচকতার প্রতিফলন।
advertisement
3/7
শার্কের স্বপ্ন দেখেন নাকি আপনি? পিরানহা বা স্কোয়ার্ডের মতো ভয়ঙ্কর কিছু? এই স্বপ্ন কিন্তু ভবিষ্যতে ঋণ গ্রহণের ইঙ্গিত দেয়।
advertisement
4/7
ডলফিনের স্বপ্নকে শুভ মনে করা হয়। বড় মাছ হওয়া সত্ত্বেও ডলফিন সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকে। ডলফিনের স্বপ্ন ব্যক্তিকে ধন ও স্বাস্থ্য লাভের দিকে ইশারা করে।
advertisement
5/7
রঙিন মাছের স্বপ্নকেও খুবই শুভ ইঙ্গিত মনে করা হয়। এটি জীবনকে পরিপূর্ণ করে তোলার কথা বলে। রঙিন জীবনের কথা বলে।
advertisement
6/7
মাছ ধরছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে, আপনার পরিশ্রম সফল হবে। আবার সাফল্যের সঙ্গে মাছ ধরেছেন এমন স্বপ্ন দেখলে, তা শীঘ্র ধন লাভের দিকে ইঙ্গিত দেয়।
advertisement
7/7
সাঁতার কেটে মাছ ধরার স্বপ্ন কঠিন পরিশ্রমের দিকে ইশারা করে থাকে। আবার সাঁতার কেটে যদি মাছ ধরে ফেলেছেন, এমন স্বপ্ন দেখেন, তা হলে সেটি কঠিন পরিশ্রমের ফল সাফল্য লাভের বিষয় নিশ্চিয়তা প্রদান করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish in Dream Meaning: মাছের স্বপ্ন দেখলে কী হয়? জীবন বদলে যেতে পারে নিমেষে! জানুন