TRENDING:

Festive Glory: উৎসবের মরশুমে বাজার ছেয়েছে শোলার কদম ফুলে, কী কারণে ব্যবহার হয় এই ফুল? পড়ুন

Last Updated:
অর্থনৈতিক চাপ থাকলেও বিক্রেতাদের মুখে আনন্দের ছাপ স্পষ্ট। কারণ, এই ফুল নিয়েই শহরবাসীর উৎসবের আনন্দ সম্পূর্ণ হয়। খাটনি যতই হোক, উৎসবের অংশ হতে পারার তৃপ্তিই তাদের বড় প্রাপ্তি
advertisement
1/5
উৎসবের মরশুমে বাজার ছেয়েছে শোলার কদম ফুলে, কী কারণে ব্যবহার হয় এই ফুল?
শারদোৎসব শেষের দিকে এগোতেই বাজারে শোলার কদম ফুলের চাহিদা তুঙ্গে! কিন্তু কেন প্রয়োজন হয় এই কদম ফুলের? দশমীর দিন বাড়ির দরজায় কদম ফুল লাগানোর রীতি বহু যুগের। শোলার তৈরি কদম ফুল এখনও সেই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। শহরের হাটবাজারে ভিড় বাড়ছে কদম ফুল কিনতে আসা মানুষজনের।
advertisement
2/5
বিক্রি ভাল হলেও বিক্রেতাদের আক্ষেপ খাটুনি থেকে দাম অনেক কম! স্বীকার করছেন খোদ ক্রেতারাও। বিক্রেতাদের একাংশের কথায়, কদম ফুল তৈরিতে সময় ও শ্রম প্রচুর লাগে। একেকটি ফুল গড়তে ঘণ্টার পর ঘণ্টা খাটতে হয় শিল্পীদের। অথচ বাজারদর ডজন প্রতি মাত্র ৫০ থেকে ৬০ টাকা, যা বিক্রেতাদের কাছে অনেকটাই কম।
advertisement
3/5
বিক্রেতারা বলছেন, সামান্য কিছু আয়ের আশায় তারা এই ফুল বিক্রি করছেন। তবুও লাভের তুলনায় খাটুনিই বেশি। ক্রেতারাও স্বীকার করছেন—এই শিল্পের প্রকৃত মূল্য বাজারে ধরা পড়ে না।
advertisement
4/5
বাজারে শুধু কদমই নয়, লাল-সাদা -সহ নানা রঙের শোলার ফুলের সমাহার। দশমীর আগে বাজারে ঢুকলেই চোখে পড়ছে সারি সারি ঝুড়ি ভরা শোলার ফুল। সাজসজ্জার জন্য এই ফুলের আলাদা চাহিদা রয়েছে।
advertisement
5/5
অর্থনৈতিক চাপ থাকলেও বিক্রেতাদের মুখে আনন্দের ছাপ স্পষ্ট। কারণ, এই ফুলেই উৎসবের আনন্দ সম্পূর্ণ হয়। খাটনি যতই হোক, উৎসবের অংশ হতে পারার তৃপ্তিই তাদের কাছে বড় প্রাপ্তি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Festive Glory: উৎসবের মরশুমে বাজার ছেয়েছে শোলার কদম ফুলে, কী কারণে ব্যবহার হয় এই ফুল? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল