Fatty Liver: জন্ডিসের মহা-ওষুধ! ফ্যাটি-লিভারে দারুণ কাজের অবহেলায় বেড়ে ওঠা এই পাতা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Fatty Liver: গ্রামেগঞ্জে অযত্নে বেড়ে ওঠা এই গাছের উপকারিতা বহু! পেটের সমস্যা থেকে লিভারের সব সমস্যায় দারুণ কাজের! জানুন চিকিৎসকের মত
advertisement
1/6

এই ঔষধি গাছের ঠিকমতো ব্যবহার করলে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার ধরন বদলে যাবে। অথচ চাষের জমিতে আগাছা বলে এই গাছ ফেলে দেওয়া হচ্ছে। এই গাছের উপকারী গুণ অসংখ্য, অভিজ্ঞ চিকিৎসকের অভিমত জানুন ।
advertisement
2/6
এই গাছের অসংখ্য ঔষধি গুণ রয়েছে। তবে সর্বাধিক মানুষ এর কার্যকারিতা জানে না, প্রকৃতিতে বেড়ে ওঠা এই গাছ লিভার সুস্থ রাখতে বা জন্ডিস সারাতে খুব ভাল ওষুধ হিসেবে কাজ করে।
advertisement
3/6
এই পাতা প্রাচীনকাল থেকে ঔষধি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এত গুণ থাকার সত্বেও অধিকাংশ মানুষের কাছে এই গাছ ঔষধ হিসেবে অজানা। এই গাছ সহজে ব্যবহার করে উপকার পাওয়া যায়।
advertisement
4/6
শরীরের নানা ক্ষত সারাতে, পেটের অসুখ ও আমাশয় এই পাতা দারুণ কার্যকরী। এছাড়াও হাইপার অ্যাসিডিটি বদ হজমের সমস্যা সারাতে ভূঁই আমলা পাতা শুধু গাছের ক্ষুদ্র ক্ষুদ্র ফল দারুণ কার্যকর।
advertisement
5/6
এই গাছের পাতা অনেকটা তেঁতুল পাতা বা আমলকি পাতার মত ছোট ছোট এক থেকে দুই ফুট উচ্চতার গাছ। লম্বা পাতার উল্টোদিকে ছোট ছোট অসংখ্য সরষে দানার মত ফল দেখা যায়। পাতা সহ ফল ঔষধি হিসেবে ব্যবহার হয়।
advertisement
6/6
সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, পাতা সহ গাছের ক্ষুদ্র ক্ষুদ্র ফল একসঙ্গে একটানা খালি পেটে কয়েকদিন খেলে উপকার পাওয়া যেতে পারে। সমস্যা অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fatty Liver: জন্ডিসের মহা-ওষুধ! ফ্যাটি-লিভারে দারুণ কাজের অবহেলায় বেড়ে ওঠা এই পাতা!