'বন্দে ভারত' ফেল...! দেশের 'দ্রুততম ট্রেনের' খেতাব কেড়ে নিল কোন ট্রেন জানেন? চমকে দেবেই 'নাম'!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fastest Train In India: আপনি কি জানেন, ভারতে বর্তমানে দ্রুততম চলমান ট্রেনটির নাম কী? এর গতিই বা কত এবং এটি কোন রুটে চলে? এই প্রতিবেদনে আমরা ভারতের শীর্ষ ৫টি দ্রুততম ট্রেন সম্পর্কে বলব যে ট্রেনটি হাওয়ার সঙ্গে কথা বলে।
advertisement
1/11

ভারতীয় রেল একটি চমৎকার গণমাধ্যম! যা গোটা দেশকে একসূত্রে গাঁথে। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সংযোগ স্থাপনের জন্য উচ্চ-গতির একাধিক ট্রেন ও বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেসের মতো অত্যাধুনিক ট্রেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিদিন ছুটে চলেছে।
advertisement
2/11
আধুনিক ট্র্যাক তৈরি করে যাত্রীদের কম সময়ে দীর্ঘ দূরত্বে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন উচ্চ-প্রযুক্তি সম্পন্ন ট্রেন চালু করা হচ্ছে একের পর এক। রাজধানী এবং শতাব্দীর মতো ট্রেন ইতিমধ্যেই চলছিল দেশের প্রথম শ্রেণীর ট্রেন হিসেবে।
advertisement
3/11
এরপরে এল বন্দে ভারত। এই ট্রেনের মাধ্যমে যাত্রীদের যাত্রা নিঃসন্দেহে আরও উন্নত ও আরও সহজ হয়েছে। এরপরে এবার ভারতীয় রেলের ট্র্যাকে 'নমো ভারত'। আগামী দিনে, হাইড্রোজেন এবং বুলেট ট্রেনগুলিকে কার্যত বাতাসের কথা বলতে দেখা যাবে বলেই আশা রেলের।
advertisement
4/11
তবে আপনি কি জানেন, ভারতে বর্তমানে দ্রুততম চলমান ট্রেনটির নাম কী? এর গতিই বা কত এবং এটি কোন রুটে চলে? এই প্রতিবেদনে আমরা ভারতের শীর্ষ ৫টি দ্রুততম ট্রেন সম্পর্কে বলব যে ট্রেনটি হাওয়ার সঙ্গে কথা বলে।
advertisement
5/11
কোন ট্রেনটি সবচেয়ে দ্রুতগামী ট্রেন?আগামী দিনে বুলেট ট্রেনকেই দেশের দ্রুততম ট্রেন বলা হবে। কিন্তু বর্তমানে, দিল্লির মিরাট রিজিওনাল র‍্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেমের ৫৫ কিলোমিটার দীর্ঘ করিডোরে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলমান নমো ভারত ভারতের দ্রুততম ট্রেনে পরিণত হয়েছে।
advertisement
6/11
এর আগে, ২০১৬ সালে শুরু হওয়া 'গতিমান এক্সপ্রেস' ছিল দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন, যা হযরত নিজামুদ্দিন এবং আগ্রার মধ্যে বিশেষভাবে স্থাপন করা ট্র্যাকগুলিতে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলত।
advertisement
7/11
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতি কত?দেশে যখন সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত চালু করা হয়, তখন এটিও একই সর্বোচ্চ গতিতে চলতে শুরু করে। যদিও, ২০২৪ সালের ২৪ জুন, রেলপথ মন্ত্রণালয় কোনও কারণ না দেখিয়েই এই ট্রেনের গতি ১৬০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
advertisement
8/11
নমো ভারত বর্তমানে দেশের দ্রুততম ট্রেন:বর্তমানে, ভারতীয় রেল নেটওয়ার্কের সমস্ত ট্রেনের সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। 'নমো ভারত'-এর ত্রিশটি ট্রেন পূর্ব দিল্লির নিউ অশোক নগর এবং উত্তর প্রদেশের দক্ষিণ মিরাটের মধ্যে চলাচল করে।
advertisement
9/11
এর প্রতিটি ট্রেনে ছয়টি করে কোচ থাকে এবং ট্রেনগুলি প্রতিটি স্টেশন থেকে ১৫ মিনিটের ব্যবধানে চলে। রুটের ১১টি স্টেশনের মধ্যে, ট্রেনগুলি কয়েক সেকেন্ডের জন্য সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলে।
advertisement
10/11
নমো ভারতে ক'টি স্টেশন আছে?এনসিআর রিজিওনাল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড (এনসিআরটিসি)-এর কর্মকর্তারা জানিয়েছেন দিল্লির সরাই কালে খান থেকে উত্তর প্রদেশের মোদিপুরম পর্যন্ত ১৬টি স্টেশন-সহ ৮২.১৫ কিলোমিটার দীর্ঘ করিডোরটি শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
11/11
এই কাজ সম্পন্ন হলে, করিডোরটি দিল্লিকে ঐতিহাসিক শহর মীরাটের সঙ্গে সংযুক্ত করবে। নমো ভারত ট্রেনগুলি এক ঘণ্টারও কম সময়ে এই দূরত্ব অতিক্রম করবে এবং পথে সমস্ত স্টেশনেই থামবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'বন্দে ভারত' ফেল...! দেশের 'দ্রুততম ট্রেনের' খেতাব কেড়ে নিল কোন ট্রেন জানেন? চমকে দেবেই 'নাম'!