Fashion Tips: আপনার মুখে কোন চশমা মানাবে? মুখের গঠন চিনে চশমা পরুন! জানুন বিশেষজ্ঞর মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Fashion Tips: চশমা পরলেই হল না, জানতে হবে আপনার মুখের গঠনে কোন চশমা মানাবে! এই নিয়ম মেনে চশমা পরুন বদলে যাবে লুক!
advertisement
1/6

চশমা অনেকেই চোখের সমস্যার ফলে ব্যবহার করেন, এর অনুপস্থিতিতে ঠিক কতটা অচল তারা বুঝতে পারেন। আবার অনেকের কাছে এটি ফ্যাশন হিসেবে অনেকটাই পছন্দের তালিকায় থাকে।
advertisement
2/6
সেই জন্য চশমার ব্যবহারের পাশাপাশি দরকার ঠিকমতো মানানসই চশমা! না হলে বড্ড বেমানান লাগে। এজন্য দরকার মুখের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চশমা। মুখের গঠনের সঙ্গে কোন ধরনের চশমা মানানসই জানুন।
advertisement
3/6
ফ্যাশন ডিজাইনার রিজুয়ান ইসলাম জানান, যদি আপনার মুখের আকৃতি ডিম্বাকর হয়। তাহলে আপনার চশমার ফ্রেম বাছাই করা উচিত যা আপনার মুখের বিস্তৃত অংশের চেয়ে চওড়া।
advertisement
4/6
আপনার মুখের আকৃতি গোলাকার হলে স্ট্রেইট লাইনযুক্ত কিংবা শার্প কর্নার রয়েছে এমন চশমার ফ্রেম বেছে নিতে পারেন। বিশেষ করে যে ফ্রেমগুলো ওয়াইড ও স্কয়ার শেপের, সেগুলো রাউন্ড ফেসে খুব ভাল মানায়।
advertisement
5/6
বর্গক্ষেত্র বিশিষ্ঠ মুখের লোকদের একটি শক্তিশালী চোয়াল লাইন এবং একটি প্রশস্ত কপাল আছে। তাদের মুখের দৈর্ঘ্য এবং প্রস্থও একই অনুপাতে। সরু ফ্রেমের স্টাইল বিশেষ করে সরু ডিম্বাকার এবং সরু গোলাকার ফ্রেমের স্টাইল আপনার সঙ্গে মানানসই।
advertisement
6/6
যদি আপনার মুখ ত্রিভুজ আকৃতির হয় তবে রিমলেস চশমা আপনাকে ভাল মানাবে। আপনার যদি একটি সরু কপাল এবং চওড়া গাল এবং চিবুকের অংশ থাকে তবে আপনার মুখের নীচে ত্রিভুজ আকৃতির একটি বেস আছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fashion Tips: আপনার মুখে কোন চশমা মানাবে? মুখের গঠন চিনে চশমা পরুন! জানুন বিশেষজ্ঞর মত