TRENDING:

জমাটি বিয়ের মরশুম, লাল লিপস্টিকের জুড়ি মেলা ভার, রইল কয়েকটির সুলুক সন্ধান

Last Updated:
advertisement
1/7
জমাটি বিয়ের মরশুম, লাল লিপস্টিকের জুড়ি মেলা ভার, রইল কয়েকটির সুলুক সন্ধান
ভারতীয় সংস্কৃতির সঙ্গে লাল রঙের যোগাযোগ দারউণ নিবিড় আবার লাস্যের আবেদন তুলে ধরতেও লাল রঙের জুড়ি মেলা ভার ৷ তাই পুজো হোক বা বিয়ে বাড়ি লাল রঙে ঠোঁট রাঙিয়ে নেওয়ার ট্রেন্ড সত্তরের দশক বা ২০১৮ সব সময়েই অন ডিমান্ড ৷ আপনি নারী হলে তো লাল লিপস্টিকের মহিমা জানেন আবার পুরুষ হলেও এই লিপস্টিক উপাখ্যান কাজে লাগতেই পারে ৷ একটা লিপস্টিক কিনে নিয়ে যান নিজের হাতে আর চমকে দিন ৷ তিনি আপনার বান্ধবী হন বা স্ত্রী মন খুশ হয়ে যেতে বাধ্য ৷ একনজরে দেখে নিন বাজারের সেরা কয়েকটি লিপস্টিকের সুলুকসন্ধান ৷ Representive Photo
advertisement
2/7
Lotus Colorstylo Matte Lip Color এই লিপস্টিক ক্রেয়নের আকৃতির হয় ৷ লাল রঙ এতটাই গাঢ় যে দীর্ঘ সময় অবধি কভারেজ দেয় ৷ এই মডেলের লিপস্টিকের দাম ৪৬৭ থেকে ৬২৫ টাকার মধ্যে ৷ Photo Courtesy - Flipkart
advertisement
3/7
L'Oreal Moist Matte Lipstick যেন রুজের রঙ তুলে ধরবে ঠোঁটে ৷ ক্লাসিক লুক তুলে ধরতে আপনার সাজঘরে মাস্ট হতে পারে এই লিপস্টিক ৷ এই লিপস্টিকের দাম ৫২৩ থেকে ৭৫০ টাকা ৷ Photo Courtesy - Flipkart
advertisement
4/7
Oriflame Giordani Gold Lip Elixir -লিপস্টিকও কিন্তু দারুণ এক রেড শেড উপহার দেয় ৷ এরমধ্যে রয়েছে আরগ্যান অয়েল, এছাড়াও রয়েছে এসপিএফ ১৫ -র প্রোটেকশন ৷ যাতে আপনার ঠোঁটে শুধু লাল রঙই হয় না একইসঙ্গে সূর্যের ইউভি রে থেকেও বাঁচতে সাহায্য করে এই লিপস্টিক ৷ এই লিপস্টিকের দাম ৭৪৯ টাকা থেকে ৯৯৯ টাকা ৷ Photo Courtesy - Flipkart
advertisement
5/7
Sugar Never Say Dry Creme Lipstick- র লাল রঙের লিপস্টিক একদিকে যেমন ক্লাসি ঠিক তেমনিই এই লিপস্টিকের একটা ট্রেন্ডি লুকও রয়েছে ৷ ফলে একইসঙ্গে আভিজাত্য ও মর্ডান দুটো ফিলই আসবে এই লিপস্টিকে ৷ স্যাটিন ফিনিশের এই লিপস্টিক বেশ সস্তা মাত্র ৪৯৯ টাকা ৷ Photo Courtesy - Flipkart
advertisement
6/7
Maybelline Color Sensational Creamy Matte-র লাল রঙের মডেলের নাম ফায়ার ক্র্যাকার রেড ৷ এই লাল রঙের মধ্যে হালকা কমলা রঙের ছোঁওয়া এই শেডটিকে আরও আবেদনময়ী করে তুলেছে ৷ জেন্টল ম্যাট ফিনিশের এই লিপস্টিক পাওয়া যাচ্ছে মাত্র ২৯৯ টাকায় ৷ Photo Courtesy - Flipkart
advertisement
7/7
Faces Ultime Pro Liquid Lipstick আপনি ওয়ার্ডোবে রাখতেই পারেন ৷ কারণ আপনি যদি লিকুইড লিপস্টিকের ফ্যান হন তাহলে কিস অফ ফায়ার আপনার সাজের তালিকায় মাস্ট একটা সংযোজন ৷ ম্যাট ফিনিশের এই লিপস্টিক দীর্ঘসময় টিকে থাকে ৷ এর দাম ৮৮০ থেক ৮৯৯ -র মধ্যে ৷ Photo Courtesy - Flipkart
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জমাটি বিয়ের মরশুম, লাল লিপস্টিকের জুড়ি মেলা ভার, রইল কয়েকটির সুলুক সন্ধান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল