বলিরেখা পড়বে না কখনও, শরীরের অভ্যন্তরেও মন্ত্রের মতো কাজ করে এই একটি জিনিস!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এটি ম্যাজিকের মতো কাজ করতে পারে। ত্বকের ইনফেকশন, পিগমেন্টেশন, ট্যানিং থেকে শুরু করে একাধিক সমস্যা খুব সহজেই দূর করতে পারে ।
advertisement
1/6

• বহুকাল ধরেই একাধিক বিউট প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মুলতানি মাটি। ঘরোয়া রূপটানেও রয়েছে এর সমধিক কদর। বিশেষজ্ঞদের কথায়, ত্বক ও চুলের নানা সমস্যায় এটি ম্যাজিকের মতো কাজ করতে পারে। ত্বকের ইনফেকশন, পিগমেন্টেশন, ট্যানিং থেকে শুরু করে একাধিক সমস্যা খুব সহজেই দূর করতে পারে এই মাটি। এমনকি ত্বক কুঁচকে গেলেও এই মাটির তৈরি প্রসাধনী মিশ্রণ থেকে তার সমাধান পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক মুলতানি মাটির আরও কিছু বিস্ময়জনক উপকারিতার কথা!
advertisement
2/6
• রক্ত চলাচল ঠিক রাখে- শরীরের মৌল বিপাকীয় হার বা মেটাবলিজম রেটকে যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেহে রক্ত চলাচল ঠিক রাখতে সাহায্য করে মুলতানি মাটি। এর জেরে শরীরে ডেড স্কিনের পরিমাণ কমে। রক্ত চলাচল যথাযথ হলে ত্বক সতেজ ও সুন্দর থাকে। তাই মাঝে মাঝে ত্বকের ঔজ্জ্বল্য ও সৌন্দর্য বজায় রাখতে ব্যবহার করা যেতে পারে মুলতানি মাটি।
advertisement
3/6
• ত্বক ফুলে যাওয়া ও জ্বালা ভাব কমে- অনেক ক্ষেত্রেই ত্বকে জ্বালা-জ্বালা ভাব দেখা যায়। ত্বক লাল হয়ে ফুলে যায়। ত্বকের রং-ও খারাপ হয়ে যায়। এ ক্ষেত্রে মুলতানি মাটি ব্যবহার করা যেতে পারে। এই মাটি ত্বক আর্দ্র ও ঠান্ডা রাখে এবং ত্বকের এই ধরনের সমস্যা দূর করতে পারে।
advertisement
4/6
• জীবাণুনাশক- মুলতানি মাটির মধ্যে অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক উপাদান থাকে। তাই ত্বকের কোনও ঘা, কাটা বা ক্ষতস্থানে দারুণ কাজ দেয় এই মাটি। এ ক্ষেত্রে ক্ষতস্থানে মুলতানি মাটির পেস্ট লাগাতে পারেন। বিশেষজ্ঞদের কথায়, এই মাটি ব্যবহার করলে দ্রুত ব্যথা কমার পাশাপাশি কোনও পার্শ্ব-প্রতিক্রিয়াও হয় না।
advertisement
5/6
• পিগমেন্টেশনে উপকার মেলে- খারাপ আবহাওয়ার জেরে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। তা সে অসম্ভব ঠাণ্ডা আবহাওয়া হোক বা গরম, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেরও নানা সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে ত্বকের রং বিবর্ণ হয়ে যেতে পারে। ত্বকে নানা ব়্যাশ বেরোতে পারে। পিগমেন্টেশনসহ এ সব সমস্যা দূর করতে নারকেল জলে অল্প পরিমাণ চিনি মিশিয়ে, তার মধ্যে মুলতানি মাটি মিশিয়ে ফেলতে হবে। এর পর এই মিশ্রণ মুখে বা ত্বকে লাগানো যেতে পারে।
advertisement
6/6
• ত্বকের অ্যালার্জি দূর করে- ত্বক ভালো রাখার অন্যতম উপাদান এটি। যদি ত্বকে কোনও অ্যালার্জি বা ইনফেকশন থাকে, তা হলে মুলতানি মাটি লাগানো যেতে পারে। এ ক্ষেত্রে গোলাপ জলের সঙ্গে পরিমাণ মতো মুলতানি মাটি মিশিয়ে নিতে হবে। তার পর এই মিশ্রণকে অ্যালার্জির জায়গায় লাগিয়ে নেওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বলিরেখা পড়বে না কখনও, শরীরের অভ্যন্তরেও মন্ত্রের মতো কাজ করে এই একটি জিনিস!