ল্যাকমে ফ্যাশন উইক থেকে রোহিত বালের স্টোর, দেখেনিন কাশ্মীরি কালেকশন
Last Updated:
advertisement
1/5

জানুয়ারির ল্যাকমে ফ্যাশন উইকে উষা সিলাই লাবেলের 'কাশ্মীরি কালেকশন' এখন থেকে পাওয়া যাবে রোহিত বালের ডিজাইনার স্টোরে। রোহিত বালের নজরদারিতেই এই পোশাক জায়গা করে নিয়েছিল ল্যাকমে ফ্যাশন উইকে। photo source collected
advertisement
2/5
উষা সিলালি ফ্যাশন লেবেল লঞ্চ হয়েছিল ২০১৮ তে উষা ইন্টারন্যাশনালের তরফ থেকে। এবার উষা তাদের তিন নম্বর কালেকশন লঞ্চ করল। photo source collected
advertisement
3/5
উষা লোকাল প্রতিভা ও ক্রাফ্টের কাজের উপর গুরুত্ব দিয়েছে এবার। উষা গ্রামের মহিলাদের কাছে পৌঁছে দিয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। তাদের স্কুল গুলি থেকেও গ্রামের মহিলাদের সেলাই শেখানো হয়। এতে রোজগারের রাস্তাও খুলে গেছে মেয়েদের সামনে। photo source collected
advertisement
4/5
কাশ্মীরের উষা সিলাই স্কুলের মহিলারা আট মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই গুলদস্তা কালেকশন তৈরি করেছেন। এই মহিলারা আট মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা নিজেদের বাড়ি থেকে দূরে থেকে কাজ করেছেন। প্রচন্ড শীতকে উপেক্ষা করে কাজ করেছেন। photo source collected
advertisement
5/5
ডিসাইনার রোহিত বালের হাত ধরেই তাদের এই কাজ আজ জায়গা করে নিয়েছে ল্যাকমে ফ্যাশন উইকে। এটাই সবচেয়ে গর্বের। আগামি দিনে এই কাজে মহিলারা আরও বেশি উৎসাহ পাবে। photo source collected