MxS Launch: নতুন ফ্যাশন ব্র্যান্ডে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন শ্বেতা-নভ্যা
Last Updated:
advertisement
1/6

• দিন কয়েক আগে বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে ডেবিউ করেছিলেন বিগ-বি কন্যা শ্বেতা বচ্চন নন্দা ৷ এবার নিজের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে বাজার কাঁপাতে এলেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/6
• একা অবশ্য আসেননি ৷ সঙ্গে রয়েছেন বন্ধু-ডিজাইনার মণীষা জয়সিং ৷ আর রয়েছেন মেয়ে নভ্যা নভেলি নন্দা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/6
• বহুদিন ধরেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করছেন শ্বেতা ৷ তাঁর ফ্যাশন সেন্সও বরাবরই প্রশংসিত হয়ে এসেছে ৷ তবে এবার একেবারে কোমড় বেঁধে নামলেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
4/6
• শ্বেতার ব্র্যান্ডের নাম MxS ৷ মায়ের ব্র্যান্ডের হয়ে প্রচারে নেমে পড়েছে মেয়ে নভ্যাও ৷ MxS-এর পোশাকে তাঁর লুকস ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
5/6
• রোহন শ্রেষ্ঠার ক্যামেরার গুণে দুর্দান্ত হট লাগছে দু’জনকেই ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
6/6
• প্রাথমিকভাবে মুম্বই আর দিল্লিতে খুলছে শ্বেতার ফ্যাশনলাইন স্টোর ৷ পোশাকের দাম থাকছে ৫,০০০-৭০,০০০ মধ্যে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
MxS Launch: নতুন ফ্যাশন ব্র্যান্ডে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন শ্বেতা-নভ্যা