TRENDING:

বিয়ের দিন কখন কী রং পরবেন? রইল সম্পূর্ণ গাইড লাইন

Last Updated:
advertisement
1/7
বিয়ের দিন কখন কী রং পরবেন? রইল সম্পূর্ণ গাইড লাইন
• বিয়ের দিনটা প্রত্যেকের কাছেই ভীষণ স্পেশ্যাল ৷ সেই বিশেষ দিনে সকলেই চান তাঁকে দেখতে সুন্দর লাগুক ৷ তাই বিয়ের পোশাক বাছাই করার আগে চোখ রাখুন অঙ্ক‌ুর টেক্সটাইলের নীচের গাইড লাইনে ৷
advertisement
2/7
• এনগেজমেন্ট: বিয়ের সঙ্গে লাল রংটা সবচেয়ে বেশি মানানসই ৷ তবে এখন একটু স্বাদ বদল করতে চান অনেকেই ৷ বিয়ের দিনেও অন্য রং বেছে নেওয়ার প্রবণতা এখন খুবই বেশি ৷ তাই এনগেজমেন্টের দিনটা একটু অন্যরকম ট্রাই করতেই পারেন ৷ যেমন: প্যাস্টেল শেড এখন খুবই ইন ৷ ক্রিম, বেজ, পেস্তা রং বেছে নিতে পারেন ৷ আউটফিটও অন্যরকম হওয়া চাই ৷ গাউন, লেহেঙ্গা বা অন্যকোনও ডিজাইনার আউটফিটও দারুণ লাগবে ওইদিন ৷
advertisement
3/7
• মেহেন্দি: মেহেন্দির রং লেগে গেলে তা উঠতে চায় না ৷ তাই ওইদিন গাঢ় রং বাছুন ৷ ভাইব্র্যান্ট ব্লু, গ্রিন, ফুসিয়া, অরেঞ্জ পরতে পারেন ৷
advertisement
4/7
• সঙ্গীত: যদিও এই আচারগুলি অবাঙালি বিয়েতেই বেশি দেখা যায় ৷ তবু এখন অনেক বাঙালিই একটু নাচা-গানা পছন্দ করেন ৷ ওই দিনের জন্য ভারি কাজের পোশাক বেছে নিন ৷ রংও গাঢ় হলেই ভাল ৷ যেমন: বেগুনি, মেজেন্টা, বিট রেড, গার্ডেন গ্রিন খুব ভাল লাগবে ৷
advertisement
5/7
• হলদি: এই সময় হলুদ রং থাকবে পছন্দের একেবারে উপরের সারিতে ৷ হলুদের নানারকম শেড বেছে নেওয়া যেতে পারে ৷ তবে সাদা, বেজ, মেরুন বা লালও ভাল ৷
advertisement
6/7
• বিয়ে: বিয়ের দিন অনেকেই অনেকরকম এক্সপেরিমেন্ট করেন ৷ কিন্তু ওই সময় সব থেকে বেশি মানায় লাল রং ৷ লালের অবশ্য নানা রকম শেড চলতে পারে ৷
advertisement
7/7
• রিসেপশন: বেশ কিছুদন টানা ট্র্যাডিশনাল পরার পর রিসেপশনে একটু হটকে সাজতেই পারেন ৷ গাউন, স্কার্ট, ড্রেস যা খুশি ট্রাই করুন ৷ হট পিঙ্ক, অলিভ গ্রিন, কোরাল রেড ট্রাই করুন এই দিন ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বিয়ের দিন কখন কী রং পরবেন? রইল সম্পূর্ণ গাইড লাইন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল