Lakme India Fashion Week: কাশ্মীরি মেয়েদের নিয়ে মঞ্চ মাতালেন উষা সিলাই
Last Updated:
advertisement
1/6

বহু বছর ধরেই টেক্সটাইল ও ডিজাইনের মাধ্যমে বহু মহিলাকে উদ্বুদ্ধ করে চলেছেন উষা সিলাই৷ ল্যাকমে ইন্ডিয়া ফ্যাশন উইক ২০১৯-এ উষা সিলাই লঞ্চ করলেন তাদের নতুন জম্মু-কাশ্মীর ক্লাস্টার৷ দেখুন তাদের ডিজাইনের কিছু ঝলক৷
advertisement
2/6
কাশ্মীরি মেয়ে আলিয়া আলি, ফিরদোসা জান, উমিল্লা মঞ্জুল, সামিনা রসুলের হাতের জাদু ফুটে উঠেছে উষা সিলাই, রোহিত বালের কালেকশনে৷
advertisement
3/6
রোহিত বালের গুলদস্তাঁ কালেকশনে মঞ্ছে উঠে এসেছিল এক টুকরো কাশ্মীর৷ তাজা ফুল, শিকারা, চিনার পাতা সবই উঠে এসেছে কালেকশনে৷
advertisement
4/6
রোহিতের কালেকশনে নজর কেড়েছে পুুরুষদের পোশাক৷ সুতি-সিল্কের মিশেন, সিল্ক অরগাঞ্জা, চান্দেরি, সিল্ক-ভেলভেটের মিশেলে জমে উঠেছিল মঞ্চ৷
advertisement
5/6
ফ্যাশনের পটভূমি ভূস্বর্গ হওয়ায় রোহিত জোর দিয়েছেন ফুলের ওপর৷ সূর্যমুখী, পপি, টিউলিপ, পিওনি নানা ধরনের ফুলের মোটিফে সেজে উঠেছে রোহিতের কালেকশেন৷
advertisement
6/6
রোহিতের কালেকশন মানে নজর থাকবে খুঁটিনাটির ওপর৷ তাই কালিদার চূড়িদার থেকে শুরু করে কুর্তা, শাল সবই ছিল ইউনিক৷