TRENDING:

না জেনে ভুল পরছেন না তো? জেনে নিন কখন কোন ধরনের ব্রা পরা উচিত

Last Updated:
advertisement
1/19
না জেনে ভুল পরছেন না তো? জেনে নিন কখন কোন ধরনের ব্রা পরা উচিত
• শুনতে অদ্ভুত লাগলেও এটা একেবারে সত্যি যে মেশিরভাগ মহিলারাই ব্রা-য়ের সমস্ত রকম ভাগ সম্বন্ধে অবহিত নন ৷ তাঁরা এটাও জানেন না, কোন সময় কোন ব্রা পরা উচিত ৷ এমনকী কোন ব্রায়ের কী নাম, সেগুলির ব্যবহারও অনেকেই জানেন না ৷ চলুন দেখা নেওয়া যাক, ব্রায়ের প্রকারভেদ ৷
advertisement
2/19
• Push Up Bra: স্তন ঝুলে গেলে এই ধরনের ব্রা ব্যবহার করতে হয় ৷ এতে বুকের শেপ সুন্দর দেখায় ৷ এই ব্রায়ের নীচের দিকে হালকা প্যাড ব্যবহার করা হয় ৷ যাতে স্তন খানিকটা উঁচু দেখায় ৷
advertisement
3/19
• Padded Bra: স্তনের আকার ছোট হলে প্যাডেড ব্রা ব্যবহার করা উচিত ৷ এতে সাইজ ও শেপ সুন্দর দেখায় ৷ পাশাপাশি এই ধরনের ব্রা পরলে নিপলস দেখা যাওয়া নিয়ে সমস্যায় পরতে হয় না ৷
advertisement
4/19
• T-shirt Bra: এটিও প্যাডেড হয় ৷ পাশাপাশি টি-শার্ট ব্রা সব সময় সেমলেস হবে ৷ বডি-হাগিং টি-শার্ট পরলেও যাতে কোনও ব্রা-লাইন দেখা না যায় ৷
advertisement
5/19
• Convertible Bra: এই ব্রা ভীষণ স্টাইলিস ৷ ব্যাক ওপেন কোনও ড্রেসের সঙ্গে দুর্দান্ত লাগবে ৷ একটা স্ট্র্যাপ, দু’টো স্ট্র্যাপ, স্ট্র্যাপলেস বা ক্রস ব্যাক হতে পারে ৷
advertisement
6/19
• Strapless Bra: অফ-শোল্ডার বা ডিপ নেকলাইনের কোনও পোশাক পরলে তার সঙ্গে অবশ্যই পরতে হবে স্ট্র্যাপলেস ব্রা ৷
advertisement
7/19
• Balconette Bra: আপনার অন্তর্বাসের ওয়ার্ডবকে একটু জরা হটকে এবং সেক্সি লুক দিতে হলে অবশ্যই কালেকশনে রাখতে হবে এই ব্রা ৷ প্রায় চৌকো নেকলাইনের হয় এই ধরনের ব্রা ৷ যা দেখতে অনেকটা ব্যালকনির মতো ৷ তাই এই অন্তর্বাসের এমন নাম ৷
advertisement
8/19
• Bandeau Bra: টিউব টপ আর স্ট্র্যাপলেস ব্রায়ের মাঝামাঝি হল এই ব্রা ৷ এই ধরনের ব্রা মাথা দিয়ে গলিয়ে পরতে হয় ৷ কোনও স্ট্র্যাপ বা কাপস থাকে না এই ব্রায়ে ৷
advertisement
9/19
• Bralette: ওয়্যার ফ্রি, প্যাড ফ্রি হয় এই ধরনের ব্রা ৷
advertisement
10/19
• Sports Bra: খেলাধূলার সময় স্তনকে অতিরিক্ত সাপোর্ট দেওয়ার মতো করে তৈরি এই ব্রা ৷ মোটা স্ট্র্যাপ ও আঁটোসাঁটো হয় এই ধরনের ব্রা ৷
advertisement
11/19
• Plunge Bra: সেক্সি ক্লিভেজ দেখানোর জন্য এটিই সেরা ব্রা ৷
advertisement
12/19
• Stick-On Bra: ব্যাকলেস এবং অফ-শোল্ডার পোশাকের জন্য এই ব্রা একেবারে আদর্শ ৷
advertisement
13/19
• Mastectomy Bra: যাঁরা ম্যাসাকটমি করিয়েছেন তাঁদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ব্রা ৷ সিলিকন ব্রেস্ট যুক্ত করা রয়েছে এই ধরনের অন্তর্বাসের সঙ্গে ৷
advertisement
14/19
• Maternity Bra: যে সদ্য মায়েরা সন্তানকে স্তন্যদান করে থাকেন তাঁদের জন্য এই ব্রা পারফেক্ট ৷
advertisement
15/19
• Minimizer Bra: যাঁদের স্তনের সাইজ স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় তাঁদের জন্য এই ব্রা আদর্শ ৷
advertisement
16/19
• No Sag Bra: যদি স্তন ঝুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই ধরনের ব্রা ব্যবহার করা উচিত ৷
advertisement
17/19
• Cami Bra: ক্যামিসোলের মতো খানিকটা ঢাকা থাকে এই ধরনের ব্রায়ে ৷
advertisement
18/19
• Longline Bra: নীচের দিকে অনেকটা বেশি কভারেজ দেয় এই ব্রা ৷
advertisement
19/19
• Cage Bra: প্যাডেড ও মাল্টি স্ট্র্যাপ থাকে এই ব্রায়ে ৷ ব্যাক ও নেকলাইনের সেক্সি ও ডিজাইনার লুক পেতে এই ব্রা একেবারে পারফেক্ট ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/ফ্যাশন টিপস/
না জেনে ভুল পরছেন না তো? জেনে নিন কখন কোন ধরনের ব্রা পরা উচিত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল