TRENDING:

Durga Puja Fashion | Silver Jewellery : রুপোর গয়না পরতে ভালোবাসেন? জেনে নিন দুর্গা পুজোর মরসুমে কী ভাবে রুপোয় সাজবেন...

Last Updated:
Durga Puja Fashion | Silver Jewellery : আগামী উৎসবের দিনগুলিতে কী ভাবে রুপোর গয়নার নিজেকে সাজিয়ে তোলা যায়, জেনে নেওয়া যাক!
advertisement
1/10
রুপোর গয়না পরতে ভালোবাসেন? জেনে নিন দুর্গা পুজোর মরসুমে কী ভাবে রুপোয় সাজবেন...
বেশ কিছু বছর ধরে ফ্যাশন জগতে জনপ্রিয় হয়ে উঠেছে রুপোর গয়না। দেশি কিংবা ওয়েস্টার্ন যে কোনওলুকেই মানানসই পোশাকের সঙ্গে রুপোর গয়না সকলের বেশ নজর কাড়ে। রুপোর গয়না যেমন সাজসজ্জায় অন্য মাত্রা এনে দেয়, তেমনই পকেটসই দামে পাওয়াও যায়। যে কোনো রঙের পোশাকেই মানিয়ে যায় রকমারি অ্যান্টিক সিলভার জুয়েলারি৷ তাই আগামী উৎসবের দিনগুলিতে কী ভাবে রুপোর গয়নার নিজেকে সাজিয়ে তোলা যায়, জেনে নেওয়া যাক!
advertisement
2/10
রুপোর গয়না যেমন সাজসজ্জায় অন্য মাত্রা এনে দেয়, তেমনই পকেটসই দামে পাওয়াও যায়। যে কোনো রঙের পোশাকেই মানিয়ে যায় রকমারি অ্যান্টিক সিলভার জুয়েলারি৷ তাই আগামী উৎসবের দিনগুলিতে কী ভাবে রুপোর গয়নার নিজেকে সাজিয়ে তোলা যায়, জেনে নেওয়া যাক!
advertisement
3/10
তাই আগামী উৎসবের দিনগুলিতে কী ভাবে রুপোর গয়নার নিজেকে সাজিয়ে তোলা যায়, জেনে নেওয়া যাক!
advertisement
4/10
সাধারণ কুর্তির সঙ্গে স্টাইল কিছু রুপোর গয়নায় দারুণ লুক আসে। উৎসবের মরসুমে কুর্তির সঙ্গে একটি রুপোর ঝুমকা, একটি কাড়া এবং কিছু চুরি, সঙ্গে একটি পায়ের আংটি পড়লেই আমাদের সাজ অনেক গুণ বেড়ে যাবে। ভারতীয় মহিলাদের স্যুট এবং কুর্তি সব চেয়ে শালীন পোশাক বলে ধরা হয়। তাই দেশি মার্জিত লুকের সঙ্গে মানিয়ে রুপোর গয়না পড়লে ভিড়ের মধ্যেও সকলের নজরে থাকা যাবে।
advertisement
5/10
শাড়ি এবং সিলভার জুয়েলারি শাড়িতেই যেন একজন ভারতীয় মহিলার সৌন্দর্য সব চেয়ে বেশি ফুটে ওঠে। আর তার সঙ্গে যদি রুপোর গয়না থাকে তাহলে তো একেবারে সোনায় সোহাগা। ট্র‍্যাডিশনাল শাড়ির সঙ্গে মানিয়ে রুপোর হারের সেট, কিছু মসৃণ চুড়ি, পায়ের নূপুর ও আংটি থাকলে দেশি লুকেও হয়ে ওঠা যাবে অপরূপা।
advertisement
6/10
লেহেঙ্গা সব সময়ই ট্রেন্ডি ভারতীয় পোশাকে লেহেঙ্গা চিরকালই ট্রেন্ডি। উৎসবের মরসুমে দেশি লুকে লেহেঙ্গা কখনওই স্টাইলের বাইরে থাকে না। লেহেঙ্গার সঙ্গে একটি টিকলি, একটি চোকার সেট, একগুচ্ছ চুড়ি , একটি এমবসড রিং, অ্যাঙ্কলেট সহ একটি পায়ের আংটি উৎসবের সাজকে পরিপূর্ণতা দেয়।
advertisement
7/10
আজকালকার কনটেম্পোরারি ট্রেন্ড বর্তমান ট্রেন্ডিং ফ্যাশনেই সবাই সাজতে চায়। একটি এমবসড অ্যাঙ্কলেট কাড়া, একটি বড় রিস্ট ব্যান্ড, একটি স্টেটমেন্ট রিং এবং একটি ক্লাসিক চোকার সেট যে কোনও ট্রেন্ডিং লুকে ক্লাসিক ফ্যাশনের ছোঁয়া দিতে পারে।
advertisement
8/10
হাই নেকের পোশাক হাইনেক সব সময়ই মার্জিক লুক দেয় আর তা কিছু রুপোর গয়নার সঙ্গে পরলে আর বেশি সুন্দর লাগে। সুন্দর ঝুমকা কিংবা নেকপিস, অথবা লম্বা নেকলেস হাইনেকের সাজে খুব ভালো মানায়।
advertisement
9/10
ফুল হাতা ফুল স্লিভ আমাদের সাজে অন্য মাত্রা দেয়, কিন্তু এর সঙ্গে রুপোর গহনা পড়লে তো অবশ্যই চারপাশের নজর কাড়ে। একটি স্টেটমেন্ট রিং সহ স্লিভের উপর একটি বড় ক্লাসিক কাড়া সাজ সম্পূর্ণ করতে একেবারে যথেষ্ট।
advertisement
10/10
গোড়ালি প্যান্ট এবং ঘাগড়া এই ধরনের পোশাক বর্তমান ফ্যাশন ট্রেন্ডে বেশ সহজেই মানিয়ে যায়। তাই এই লুককে আরও বাড়িয়ে তুলতে অ্যাঙ্কেল কাড়া পরতে ভুললে চলবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Fashion | Silver Jewellery : রুপোর গয়না পরতে ভালোবাসেন? জেনে নিন দুর্গা পুজোর মরসুমে কী ভাবে রুপোয় সাজবেন...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল