TRENDING:

Family Day Trip: শহরের কোলাহল থেকে দূরে, এক ফালি শান্তির খোঁজে চলে যান কলকাতার কাছেই এই গোপন স্পটে

Last Updated:
Day Trip: কলকাতার কাছেই প্রকৃতির মাঝে শান্ত সময় কাটাতে চান? বসিরহাটের মালতিপুর বাবলাতলা হতে পারে আপনার আদর্শ গন্তব্য। এখানে নদী, খাঁড়ি আর বাবলা গাছের নীরব প্রকৃতি মনকে শান্ত করে তোলে।
advertisement
1/6
শহরের কোলাহল থেকে দূরে, এক ফালি শান্তির খোঁজে চলে যান কলকাতার কাছেই এই গোপন স্পটে
পুজোর ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা শান্ত সময় কাটাতে চাইলে দূরে কোথাও না গিয়ে কলকাতার কাছেই পেয়ে যাবেন মনোরম এক গন্তব্য। শহরের কোলাহল, ধোঁয়া আর ভিড়ভাট্টা থেকে মুক্তি পেতে প্রিয়জনের সঙ্গে কয়েক ঘণ্টার একান্ত নিরিবিলি মুহূর্ত উপভোগের জন্য উত্তর ২৪ পরগনার বসিরহাটের মালতিপুর বাবলাতলা এলাকা হয়ে উঠছে ক্রমশ জনপ্রিয়।
advertisement
2/6
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দেওয়ার মতো। নদী থেকে বেরিয়ে আসা সরু এক খাঁড়ি ধীরে বয়ে গেছে গ্রামের বুক চিরে। সেই খাঁড়ির পাশে সবুজের ছায়া আর নীরব প্রকৃতি ভ্রমণকারীর মনে এনে দেয় অন্য রকম প্রশান্তি। নদী ও খাঁড়ির জল একে অপরের সঙ্গে মিশে তৈরি করেছে এক অপূর্ব আবহ, যা নিঃসন্দেহে মুগ্ধ করবে যে কোনও প্রকৃতিপ্রেমীকে।
advertisement
3/6
খাঁড়ির ধার জুড়ে রয়েছে সারি সারি বাবলা গাছ। বাতাসে দুলতে থাকা পাতার মর্মরধ্বনি যেন শান্ত পরিবেশে সুরেলা সংগীতের মতো বাজতে থাকে। এই প্রাকৃতিক সিম্ফনির সঙ্গে মিলেমিশে চারপাশে তৈরি হয় মনকাড়া দৃশ্যপট, যেখানে কয়েক মুহূর্ত কাটালেই মন হারিয়ে যায়।
advertisement
4/6
সবুজে ভরা প্রান্তরের পাশেই রয়েছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত আর মাছচাষের ভেড়ি। ভোর বা দুপুরবেলায় ভ্রমণে বেরোলে দূর থেকে ভেসে আসে পাখির কলতান। প্রকৃতির সৌন্দর্য ও মানুষের দৈনন্দিন জীবিকার এই মিলন ভ্রমণকারীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়।
advertisement
5/6
যারা শহুরে ব্যস্ততার মাঝে একফালি শান্তি খুঁজছেন বা বন্ধুদের সঙ্গে নিরিবিলি আড্ডা দিতে চান, তাদের জন্য এই জায়গাটি হতে পারে আদর্শ গন্তব্য। প্রকৃতির সান্নিধ্যে কয়েক ঘণ্টা কাটালে শরীর যেমন সতেজ হয়ে ওঠে, তেমনি মনও ভরে ওঠে প্রশান্তিতে।
advertisement
6/6
তবে ভ্রমণে গেলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। দিনের বেলায় ঘুরে আসা সবচেয়ে উপযুক্ত, কারণ সন্ধ্যার পর এখানে নেমে আসে গভীর নির্জনতা, যা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে সকাল বা দুপুরেই পরিকল্পনা করুন। নিশ্চয়ই মনে থাকবে মালতিপুর বাবলাতলার এই প্রাকৃতিক ভ্রমণ অভিজ্ঞতা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Family Day Trip: শহরের কোলাহল থেকে দূরে, এক ফালি শান্তির খোঁজে চলে যান কলকাতার কাছেই এই গোপন স্পটে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল