Extra Marital Affair: তিনটি বড় কারণেই বিবাহিত নারী বা পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Extra Marital Affair: বিপত্তি ঘটে যখন হঠাৎ বিবাহিত দম্পতির মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে। কেউ কেউ বিবাহিত হয়েও অতিরিক্ত বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তার পিছনে থাকে আসল কোন কারণ?
advertisement
1/7

বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্ক আস্থার সূক্ষ্ম সুতোয় বাঁধা থাকে। আস্থার সামান্যতম অভাব থাকলেও দাম্পত্য জীবনে ফাটল দেখা দেয়। সাধারণত বিপত্তি ঘটে যখন হঠাৎ বিবাহিত দম্পতির মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে। কেউ কেউ বিবাহিত হয়েও অতিরিক্ত বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তার পিছনে থাকে আসল কোন কারণ?
advertisement
2/7
বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে: মনোযোগের অভাব নারী হোক বা পুরুষ, বিয়ের পর তাদের জীবনে যদি জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে কোনও বোঝাপড়া না থাকে, তাহলে একাকীত্বের অনুভূতি হতে পারে। মনোযোগের অভাব এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে।
advertisement
3/7
বিবাহিত দম্পতিরা চায় তাদের প্রতিটি কাজের প্রশংসা হোক, তাদের প্রতি সঙ্গী পূর্ণ মনোযোগ না দিলে আত্মবিশ্বাস কমতে শুরু করে। এমন পরিস্থিতিতে তাঁরা তাঁদের মানসিক সুখ অন্য কারও মধ্যে খুঁজে পেতে শুরু করেন। সেখান থেকেই অনেক ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের সূত্রপাত হয়।
advertisement
4/7
মানসিক সমর্থন খুঁজছেন: সদ্য বিবাহিত দম্পতিদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস তুঙ্গে থাকে। বিয়ের পরে শুরু শুরুতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্বামী-স্ত্রী একে অন্যের জন্য প্রয়োজনে জীবন দিতেও উদ্যোগী থাকেন। কিন্তু যত সময় যায়, বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক যোগ কমে যায়।
advertisement
5/7
তবে কখনও কখনও কঠিন পরিস্থিতিতে, একজন মানুষ প্যাম্পার হতে চায়। সেইসময় সে জীবনসঙ্গীর কাছে নির্ভরতা ও সমর্থন খুঁজতে থাকে। কিন্তু এই সময় সমর্থন না পেলে মানসিক সমর্থনের জন্য সে খুঁজে নেয় অন্য মানুষকে।
advertisement
6/7
দাম্পত্য জীবনে তিক্ততা বিবাহিত ব্যক্তিরা প্রায়শই সম্পর্কে জড়িয়ে পড়েন কারণ হয়তো সেই সময় তাদের বিবাহিত জীবন হয়তো ভাল যাচ্ছে না। সম্পর্কের তিক্ততা থেকে বাঁচতে সবাই একটি অপেক্ষাকৃত ভাল জীবনের সন্ধান করেন। আর সেই সুযোগেই জীবনে আসে নতুন সম্পর্ক। পরকীয়া প্রেম।
advertisement
7/7
তাই পারিবারিক বিশেষজ্ঞদের পরামর্শ, সঙ্গীর অভাব মেনে নিন এবং যতটা সম্ভব সম্পর্কের তিক্ততা ও সংঘাত এড়িয়ে চলুন। স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তি এসে পড়া একটা সাধারণ ব্যাপার, কিন্তু সম্পর্ক অটুট রাখতে চাইলে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেশিদিন ধরে রাখাটা খারাপ, ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Extra Marital Affair: তিনটি বড় কারণেই বিবাহিত নারী বা পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন