Summer Tips: ১ টাকাও খরচ নেই বিদ্যুতের, লোডশেডিংয়েও চিন্তা নেই, এসি-কুলার ছাড়াই ঘর থাকবে কনকনে ঠান্ডা! এখনই জানুন সেরা টিপস
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Electricity saving tips: এসি হোক বা কুলার ছাড়াই আপনার ঘর হয়ে উঠবে একেবারে ঠান্ডা। বাড়তি পাওনা বিলের খরচ কমবে। কমবে এসি, কুলার কেনার খরচও।
advertisement
1/10

খাতায় কলমে গ্রীষ্ণের প্রবেশের আগেই ভ‍্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। ফ‍্যান, এসি, কুলারের ব‍্যবহার ছাড়া দু'দণ্ড টেকাই দায়। তাই গরম বাড়লেই তরতরিয়ে বাড়তে থাকে বিদ‍্যুতের বিল।
advertisement
2/10
এসি বা কুলার চালালেই হু হু করে বাড়তে থাকে ইলেকট্রিসিটির বিল। যা সাধারণ মধ‍্যবিত্তের কাছে অত‍্যন্ত বেশি। পাশাপাশি এসি বা কুলারও দামও অনেক। তবে, জানেন কি এসি, কুলার ছাড়াই ঘর ঠান্ডা করা যায়।
advertisement
3/10
এসি হোক বা কুলার ছাড়াই আপনার ঘর হয়ে উঠবে একেবারে ঠান্ডা। বাড়তি পাওনা বিলের খরচ কমবে। কমবে এসি, কুলার কেনার খরচও।
advertisement
4/10
বিশেষ করে ফ‍্যান, এসি হোক বা কুলারের প্রতিটি বৈদ‍্যুতিন যন্ত্র। তাই লোডশেডিং হলেই বন্ধ হয়ে যায় এইসব সুবিধা। লোডশেডিংয়ের সময় গরমের অস্বস্তি আরও বেড়ে যায়।
advertisement
5/10
তবে কয়েকটি সহজ হ‍্যাক কাজে লাগিয়ে এসি, কুলার, ফ‍্যান ছাড়াই ঘর হয়ে উঠবে একেবারে ঠান্ডা। বাড়তি পাওনা বিলের খরচ কমবে। কমবে এসি, কুলার কেনার খরচও।
advertisement
6/10
বাড়ির জানালায় মোটা পর্দা বা ব্লাইন্ড রাখুন যাতে সূর্যের রশ্মি সরাসরি ঘরে না আসে, এটি আপনার ঘরকে ঠান্ডা রাখবে এবং গরম থেকে মুক্তি দেবে।
advertisement
7/10
ঘরে ক্রস ভেন্টিলেশন খুবই গুরুত্বপূর্ণ। ফলে বাড়ি খুবই ঠান্ডা থাকে। এতে ঘরে টাটকা তাজা বাতাস আসবে। এটি একটি খুব সহজ এবং প্রাকৃতিক পদ্ধতি।
advertisement
8/10
টেবিল ফ‍্যানকে কাজে লাগিয়েও ঘরকে দারুণ ভাবে ঠান্ডা রাখা যায়। খুব সহজে এই হ‍্যাককে কাজ লাগান। বড় গভীর বাটিতে এক টুকরো বরফ রাখুন। এই বরফ সমেত বাটি টেবিল ফ‍্যানের সামনে রেখে দিন। এতে ঘর খুব সুন্দর ঠান্ডা হবে।
advertisement
9/10
যদি বাড়িতে ইনকন্ডিসেন্ট বাল্ব লাগান থাকে তবে তার জায়গায় CFL এবং LED বাল্ব লাগান। এগুলি ঘরকে ঠান্ডা রাখে। কারণ আলোও অনেক ক্ষেত্রে ঘর ঠান্ডা রাখে।
advertisement
10/10
দিনের সময় আপনার বাড়ির সব জানালা এবং দরজা বন্ধ করে রাখুন। বাড়ির ভিতর হালকা রঙের পর্দা লাগান। সুতির কাপড়ের পর্দা টাঙান।mmer
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Tips: ১ টাকাও খরচ নেই বিদ্যুতের, লোডশেডিংয়েও চিন্তা নেই, এসি-কুলার ছাড়াই ঘর থাকবে কনকনে ঠান্ডা! এখনই জানুন সেরা টিপস