Electric Bill: সারাক্ষণ ‘5’ -এ ফ্যান চালিয়ে রাখলে কি বেশি কারেন্ট পোড়ে? এই কাজ না করলেই কিন্তু চড় চড় করে বাড়বে ইলেক্ট্রিক বিল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার একজন ইলেকট্রিশিয়ান অমিত কুমার৷ গত ১৫ বছর ধরে ইলেক্ট্রিশিয়ানের কাজ করছেন তিনি৷ লোকাল ১৮ এর সঙ্গে কথা বলার সময় সিলিং ফ্যাশনের ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে ব্যবহারের একাধিক টিপস দিয়েছেন তিনি৷ অমিত কুমারের মতে, যারা সিলিং ফ্যান ব্যবহার করেন তাঁদের কেবল এই ৯টি বিষয় মনে রাখা উচিত। তাহলে তাদের বিদ্যুৎ বিল কম আসবে।
advertisement
1/9

এপ্রিলের সবে শুরু৷ এর মধ্যেই যা গরম পড়ে গেছে, সেটা আর বলার নয়৷ ঠা ঠা রোদে যাঁদের বাইরে থাকতে হচ্ছে, তাঁদের যন্ত্রণা তো আরেক রকম, কিন্তু, যাঁরা বা়ড়িতে থাকছেন, তাঁদেরও স্বস্তি নেই৷ বাড়িতে সর্বক্ষণ ৫ নম্বর স্পিডে ফ্যান ঘুরেই চলেছে৷
advertisement
2/9
গরমের হাত থেকে বাঁচতে গরম পড়তে না রড়তেই অনেকে এসি, কুলার কিনে ফেলছেন৷ কিন্তু, এখনও পর্যন্ত একটা বৃহত্তর অংশের মানুষ গরমের হাত থেকে বাঁচতে সিলিং ফ্যানই ব্যবহার করে থাকেন। কিন্তু সারাক্ষণ ফ্যান চললে বিদ্যুৎ বিলও তো বাড়ে৷ তাতে পকেটেও পড়ে বাড়তি চাপ৷
advertisement
3/9
এর পাশাপাশি, আমাদের অনেকেরই মনে ধন্দ থাকে যে, পাঁচ-এর স্পিডে পাখা চালালে বেশি কারেন্ট পোড়ে? নাকি, ২ বা ৩ এ চালালে বেশি পোড়ে৷ তাছাড়া, পাখা চালালে বিদ্যুতের বিল কী ভাবে সাশ্রয় করা যেতে পারে, সে বিষয়েও আমরা জানব এই প্রতিবেদনে৷
advertisement
4/9
উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার একজন ইলেকট্রিশিয়ান অমিত কুমার৷ গত ১৫ বছর ধরে ইলেক্ট্রিশিয়ানের কাজ করছেন তিনি৷ লোকাল ১৮ এর সঙ্গে কথা বলার সময় সিলিং ফ্যাশনের ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে ব্যবহারের একাধিক টিপস দিয়েছেন তিনি৷ অমিত কুমারের মতে, যারা সিলিং ফ্যান ব্যবহার করেন তাঁদের কেবল এই ৯টি বিষয় মনে রাখা উচিত। তাহলে তাদের বিদ্যুৎ বিল কম আসবে।
advertisement
5/9
তিনি জানান,রেগুলেটর ফ্যানের মধ্যে একটি প্রতিরোধকের ভূমিকা পালন করে। এছাড়াও, রেগুলেটরে দেওয়া দুই, তিন, চার বা পাঁচ নম্বরে ফ্যান চালানোর সাথে বিদ্যুৎ সাশ্রয়ের সম্পর্ক রয়েছে। তবে এর জন্য আরও কিছু বিষয় মনে রাখা উচিত।
advertisement
6/9
৫-স্টার রেটিংপ্রাপ্ত সিলিং ফ্যান বা BLDC মোটরযুক্ত ফ্যান ইনস্টল করুন, এগুলো ৫০% পর্যন্ত কম বিদ্যুৎ খরচ করে। আপনার প্রয়োজন অনুসারে ফ্যানের গতি ঠিক করুন। হাই স্পিডে বেশি শক্তি খরচ হয়।
advertisement
7/9
ফ্যান পরিষ্কার করুন: ফ্যানে ধুলো জমলে হাওয়া কমে যায় এবং তখন মোটরের উপর বেশি চাপ পড়ে, যা বিদ্যুৎ খরচ বাড়ায়। ফ্যান ব্যবহার করার সময় জানালা এবং দরজা খোলা রাখুন যাতে প্রাকৃতিক বাতাস প্রবেশ করতে পারে যাতে ফ্যান কম গতিতেও শীতল প্রভাব প্রদান করতে পারে।
advertisement
8/9
ফ্যান এবং কুলারের সঠিক সংমিশ্রণ ব্যবহার করুন: যদি খুব গরম থাকে, তাহলে কুলারের সাথে ফ্যানটিও চালান, এতে কুলার দ্রুত ঠান্ডা হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। বিদ্যুৎ সাশ্রয়ী সুইচ এবং টাইমার ব্যবহার করুন: স্মার্ট সুইচ বা টাইমার ব্যবহার করুন যাতে ফ্যান অপ্রয়োজনীয়ভাবে না চলে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।
advertisement
9/9
সৌরশক্তি ব্যবহার করুন: সম্ভব হলে সৌরশক্তিচালিত পাখা ব্যবহার করুন, এতে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমবে। প্রয়োজন অনুযায়ী ফ্যান ব্যবহার করুন: প্রয়োজনের সময়ই কেবল ফ্যান ব্যবহার করুন, অন্যথায় বন্ধ রাখুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Electric Bill: সারাক্ষণ ‘5’ -এ ফ্যান চালিয়ে রাখলে কি বেশি কারেন্ট পোড়ে? এই কাজ না করলেই কিন্তু চড় চড় করে বাড়বে ইলেক্ট্রিক বিল