Fridge's Bad Smell: ফ্রিজ খুললেই দুর্গন্ধ? নিমেষে দূর করে ঝকঝকে করে তুলুন! রইল ঘরোয়া টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Fridge's Bad Smell: কিছু সহজ টিপস জানলে সহজেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
advertisement
1/9

রেফ্রিজারেটরে দুর্গন্ধ একদিকে যেমন অস্বস্তিকর, অন্যদিকে তেমনই অস্বাস্থ্যকর। ঠিকমতো ফ্রিজ পরিষ্কার না করলে এই গন্ধ রয়েই যাবে। অথচ কিছু সহজ টিপস জানলে সহজেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
advertisement
2/9
ফ্রিজে বাসি বা পচা খাবার থাকলে তার থেকে গন্ধ বার হয় অনেক সময়েই। তাই চেষ্টা করবেন ফ্রিজে পচা খাবার না রাখতে।
advertisement
3/9
রেফ্রিজারেটরের ফ্রিজার দুর্গন্ধের ভান্ডার হতেই পারে। যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, তবে বিপদ বাড়বে। ফ্রিজ এবং ফ্রিজার পরিষ্কারের পর শুকনো করে মুছবেন। তার পর আবার ব্যবহার করতে শুরু করবেন।
advertisement
4/9
ফ্রিজে খাবার থাকলে সবসময় ঢেকে রাখুন। আদা রসুন বাটা রাখলে এয়ারটাইট পাত্রে রাখুন। কখনওই খোলা অবস্থায় রাখবেন না। পুরনো সবজি বা তরকারি ফ্রিজে রাখবেন না।
advertisement
5/9
ফ্রিজের জন্য ক্লিনিং শেডিউল তৈরি করুন। ফ্রিজার-সব ফ্রিজের প্রতিটি অংশ খুঁটিনাটি ভাবে পরিষ্কার করুন। দেখবেন ফ্রিজে যেন কখনওই ছত্রাক না জন্মায়।
advertisement
6/9
যে কোনও লেবুর খোসা ফ্রিজে রাখুন। ফ্রিজের নোংরা এবং দুর্গন্ধ টেনে নেবে। পরিবর্তে ফ্রিজ ভরে থাকবে লেবুর মিষ্টি সুবাসে।
advertisement
7/9
ফ্রিজের এক শেল্ফে রাখুন বেকিং সোডা। বেকিং সোডা হল ন্যাচারাল ডিওডোরাইজার। ঘণ্টা দুয়েক খোলাপাত্রে বেকিং সোডা রাখলে আপনার ফ্রিজ দুর্গন্ধমুক্ত হবে।
advertisement
8/9
অ্যালুমিনিয়মের পাত্রে রাখুন কাঁচা ওটমিল। এর গুণেও ফ্রিজ থেকে তেলমশলার দুর্গন্ধ দূর হবে। ঝকঝকে ভাব ফিরবে ফ্রিজে। প্রাকৃতিক গন্ধও থাকবে ফ্রিজের নানা অংশে।
advertisement
9/9
কফি বিনস গুঁড়ো করে রাখুন ফ্রিজের শেল্ফে। এর ফলেও দুর্গন্ধ দূর হবে। ভাল গন্ধ পাওয়া যাবে ফ্রিজের দরজা খুললেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fridge's Bad Smell: ফ্রিজ খুললেই দুর্গন্ধ? নিমেষে দূর করে ঝকঝকে করে তুলুন! রইল ঘরোয়া টোটকা