Fish Bone Stuck: দলা দলা ভাত গিলে হবে না, ইলিশের পাতলা কাঁটা গলায় আটকে? ঘরোয়া উপায় 'রিলিফ' পান
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
গলায় মাছের কাঁটা আটকালে এভাবে সমাধান করুন চটপট
advertisement
1/6

মাছ প্রিয় বাঙালির, মাছ খাওয়ার সময় কোন না কোন সময় গলায় কাটা আকার আবার সমস্যা হয়ে থাকে। আচমকা গলায় কাঁটা আটকায় তাহলে ঘরোয়া কিছু পদ্ধতিতে কাঁটা সরাতে পারেন।
advertisement
2/6
প্রথমাবস্থায় গলার উপরিভাগে কাঁটা গেলে আঙুল দিয়ে বা ছোট চিমটের সাহায্যে সেই কাঁটা বের করতে পারেন।
advertisement
3/6
গলায় কাঁটা বিঁধলে কিছুটা লেবুর রস নিংড়ে নিন কিংবা লেবুর রসও খেতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড কাঁটা নরম হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
4/6
মাছের কাঁটা গলায় আটকালেই ভাতের বড় দলা বানিয়ে তা খেতে পারেন। এক নিঃশ্বাসে ভাতের বড় দলা গিলে ফেললে গলা থেকে কাঁটা সরানো সম্ভব।
advertisement
5/6
অনেক সময়ে গলায় কাঁটা আটকায় মুখগহ্বরের টনসিলের কাছাকাছি জায়গায়। জোরে জোরে কয়েকবার কাশি দিলে গলায় আটকে থাকা কাঁটা বেরিয়ে যেতে পারে।
advertisement
6/6
ঢোক গিলতে গিলতে এমনিতেই কাঁটা গলা থেকে নীচে নেমে যায়। তাই গলায় কাঁটা লাগলে অল্প অল্প করে বারবার জলপান করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish Bone Stuck: দলা দলা ভাত গিলে হবে না, ইলিশের পাতলা কাঁটা গলায় আটকে? ঘরোয়া উপায় 'রিলিফ' পান