TRENDING:

Durga Puja Interior: পুজোয় কার্পেট দিয়ে ঘরের ভোলবদল করুন, তবে কেনার আগে এই কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে

Last Updated:
আসছে পুজো। মাস ঘুরলেই ঢাকে কাঠি পড়বে। পুজোর আগে শুধু নিজেকেই নয়, বাড়িকেও সাজিয়ে তুলতে হবে! কাজেই বাড়ি-বাড়ি চলছে জোর প্রস্তুতি
advertisement
1/5
পুজোয় কার্পেট দিয়ে ঘরের ভোলবদল করুন, তবে কেনার আগে এই কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে
আসছে পুজো। মাস ঘুরলেই ঢাকে কাঠি পড়বে। পুজোর আগে শুধু নিজেকেই নয়, বাড়িকেও সাজিয়ে তুলতে হবে! কাজেই বাড়ি-বাড়ি চলছে জোর প্রস্তুতি। পুজোর পর পরই হাওয়ায় আসবে হিমেল ছোঁওয়া। কাজেই পুজোয় যাঁরা হাত খুলে ঘর সাজাতে চাইছেন, তাঁরা কার্পেটের দিকে নজর দিতে পারেন। ঘরে আসবে রাজকীয় ভাব, সঙ্গে বাড়তি পাওনা উষ্ণতা...! কিন্তু কার্পেট কিনে ফেললেই হল না। ঠিক কেমন কার্পেট মানাবে ঘরে?
advertisement
2/5
মাথায় রাখবেন, বাড়িতে রাখা কার্পেটে আমাদের রুচি প্রতিফলিত হয়। কাজেই ঘরের বাকি সাজসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নিতে পারেন জমকালো সাবেকি নকশা বা আধুনিক জ্যামিতিক নকশা বা একরঙা কার্পেট। কার্পেট কেনার আগে কী কী বিষয় মাথায় রাখবেন?
advertisement
3/5
রং-- খেয়াল রাখতে হবে, কার্পেটের রঙ যেন ঘরের দেওয়াল এবং ঘরে থাকা আসবাবপত্রের সঙ্গে মানানসই হয়। ধরা যাক, দেওয়াল ম্যাটমেটে, কিন্তু কার্পেট রঙচঙে, তাহলে বড় বেশি চোখে লাগবে, ঘর সুন্দরও দেখাবে না।
advertisement
4/5
আকার এবং আয়তন--ঘরের মেঝের মাপ অনুযায়ী কার্পেট হবে, এ তো জানা কথা! কিন্তু আকার কেমন হবে- আয়ত না বর্গ? দুটোই ঠিক আছে, শুধু কেনার আগে একবার মনে মনে ভেবে নিতে হবে যে কোনটা দেখতে বেশি ভাল লাগবে। না হলে মেঝেতে তা নিটোল ভাবে বিছিয়ে থাকবে না। বসার ঘরে পাতলে যাতে আসবাবের পায়া দেখা যায়, তা খেয়াল রাখতে হবে। আবার, খাওয়ার ঘরে পাতলে টেবিল-চেয়ার সবটাই যাতে কার্পেটের উপরে থাকে, তা খেয়াল রাখতে হবে।
advertisement
5/5
কী দিয়ে তৈরি--কার্পেট বললেই সবার আগে মাথায় আসে নরম, পায়ের গোড়ালি ডুবে যাওয়া এক অনুভূতির কথা। তার জন্য উলের কার্পেট সেরা। সিল্কের কার্পেট নজর কাড়বে নিমেষে ঝলমলে ভাবের জন্য। তবে, কার্পেটের উপর কত বেশি চলাফেরা হবে, তা মাথায় রেখে মেটেরিয়াল বাছা ভাল। না হলে নোংরা হয়ে দেখতে বাজে লাগবে। কার্পেট খুব বেশি ব্যবহার হলে নাইলন বা পলিয়েস্টারের কার্পেট কেনাই উচিত, তা পরিষ্কার রাখা তুলনায় সহজ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Interior: পুজোয় কার্পেট দিয়ে ঘরের ভোলবদল করুন, তবে কেনার আগে এই কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল