Durga Puja 2023: ঠাকুর দেখতে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন এই কয়েকটি টিপস! রক্ষা পাবেন বড় বিপদ থেকে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Durga Puja 2023: পুজোর ক'দিন যাতে কোনও অঘটনের ঠেলায় আনন্দে ভাটা না পড়ে, তার জন্য কিছু সাবধানতা অবলম্বন না করলেই নয়। কী সেই সাবধানতা?
advertisement
1/7

*পুজোর আমেজে সেজে উঠেছে চারিদিক। ঠাকুর দেখা থেকে ভুরিভোজ সবকিছু শুরু হয়ে গেছে চতুর্থী থেকেই। তবে পুজোতে ঠাকুর দেখতে বেরোনোর আগে হতে হবে সতর্ক। পুজোর ক'দিন যাতে কোনও অঘটন না ঘটে, আনন্দে ভাটা না পড়ে, তার জন্য কিছু সাবধানতা অবলম্বন না করলেই নয়। কী সেই সাবধানতা? প্রতিবেদনঃ পিয়া গুপ্তা।
advertisement
2/7
*বাড়ি ফাঁকা রাখা: পুজোতে ভুলেও বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাবেন না। নইলে যখন তখন আপনারা মূল্যবান জিনিস চুরি হতে পারে। দরকা পরিবারের সকলে সময় ভাগ ভাগ করে ঘুরতে যান।
advertisement
3/7
*জলপান: ভিড় ও গুমোট গরমে বেরোলে অবশ্যই একটি জলের বোতল সঙ্গে রাখুন। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা।
advertisement
4/7
*আপৎকালীন ব্যবস্থা: শখের জুতো পরে পুজো দেখতে বেরিয়ে হঠাৎ দু-পায়ে ফোস্কা! ব্যাগে রাখুন প্রাথমিক চিকিৎসার ন্যূনতম সরঞ্জাম।
advertisement
5/7
*খাওয়াদাওয়া: রসনাতৃপ্তির পাশাপাশি স্বাস্থ্যের দিকটা একেবারে ভুলে গেলে চলবে না। পাঁচ দিন টানা হাঁটাহাঁটি ও বেনিয়মের সঙ্গে পাল্লা দিয়ে ফুর্তি করতে হলে শরীরকে দিতেই হবে নিয়মমাফিক পুষ্টিকর খাবার। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা।
advertisement
6/7
*আর্থিক সুরক্ষা: পুজোর এই কয়েকটা দিন ভিড়ের মাঝে পকেটমারি হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশী। তা থেকে বাঁচতে ব্যাগ ও পকেট সামলে রাখুন। চেন লাগানো ব্যাগ ব্যবহার করলে চুরির সম্ভাবনা কমে।
advertisement
7/7
*পাওয়ার ব্যাঙ্ক: পুজোর দিনে রাস্তাঘাটে অনেক সময় ফোনের চার্জ চলে যায়। সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক রাখতে হবে। যাতে বিপদে পড়লে মোবাইল ফোন আপনাকে অনেক ক্ষেত্রে উদ্ধার করতে পারে। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2023: ঠাকুর দেখতে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন এই কয়েকটি টিপস! রক্ষা পাবেন বড় বিপদ থেকে