পুজোয় শাড়ি পরলে গয়না চাই, আপনি কিনেছেন তো! দাম শুরু স্রেফ ৩০০ টাকা থেকে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja 2022 Jewelery Tips: দেখে নেওয়া যাক কোন পোশাকের সঙ্গে কোন ধরনের গয়না সবচেয়ে ভাল মানাবে।
advertisement
1/5

*উমা আসছেন বাপের বাড়ি। গায়ে স্বর্ণালঙ্কার। গলায় সাতনরি হার। নাকে নোলক। কানে কানপাশা। হাত, বাহু, কোমর ফাঁকা নেই কোথাও। চারদিন মহা হইহই। আর পুজোয় মায়ের সন্তান-ভক্তরা নিরাভরণ থাকবে তাই কখনও হয়। জামা, জুতোর সঙ্গে তাই গয়নাও শপিং লিস্টে ইন। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*পুজোর চারদিন কোন জামাকাপড় পরা হবে তার সঙ্গে ম্যাচ করে কেনা হয় গয়না। একেবারে ট্রেন্ড অনুযায়ী। আবার এমন গয়না কিনতে হবে যাতে সব শাড়ির সঙ্গে ম্যাচ করেও যায়। বিশেষ করে প্লেন শাড়ির সঙ্গে। তাহলে দেখে নেওয়া যাক কোন পোশাকের সঙ্গে কোন ধরনের গয়না সবচেয়ে ভাল মানাবে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*প্লেন শাড়ির সঙ্গে নেক চোকার: বড় গলার ব্লাউজ পরতে চাইলে প্লেন শাড়ির সঙ্গে চোকারই ভাল মানাবে। পুরো গলা এবং বুকের উপর জুড়ে থাকবে। এর সঙ্গে পরতে হবে ছোট কানের নকশা করা কানপাশা। এতে প্লেন শাড়িও স্টাইলিশ দেখাবে। তবে খুব বেশি মেকআপ না করাই ভাল। প্লেন শাড়ির সঙ্গে চোকার এমনিতেই ভাল দেখায়। পুজোর মুখে বাজারে মাত্র ৭০০ টাকায় বিক্রি হচ্ছে নেক চোকার। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*প্লেন শাড়ির সঙ্গে ক্যুইন নেকলেস: শাড়ির পাড়ে যদি হালকা কাজ থাকে তাহলে ক্যুইন নেকলেস আদর্শ। এর সঙ্গে রুপোর যে কোনও গয়নাও পরা যায়। আর রুপোর গয়না পরলে কিন্তু চোখে মাসকারা লাগাতেই হবে। এতে বোল্ড লুক আসবে। বাজারে ক্যুইন নেকলেস ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এই নেকলেসের সঙ্গে ছোট কানের দুল পরা যায়। ব্যস, আর কিছু সাজার দরকারই নেই। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*শাড়ির সঙ্গে বড় ভারি কানের দুল: জমকালো শাড়ি এবং ব্লাউজের সঙ্গে বড় এবং ভারি কানের দুল সবচেয়ে ভাল মানায়। তবে মেকআপও গাঢ় হতে হবে। গাঢ় লাল রঙের লিপস্টিক তো চাই-ই। আর চুলে একটা খোঁপা। আভিজাত্যে ভরা লুক এনে দেবে। বাজারে এই ধরনের ভারি কানের দুল ৩০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। পুজোয় শুধু শাড়ি পরে কাটাতে চাইলে এই গয়নাগুলো মাস্ট। সংগৃহীত ছবি।