Diwali 2020: এ বছর দীপাবলিতে পাঁচতারা হোটেলের খাবার হোক বাড়িতেই, সুযোগ করে দিচ্ছে Qmin
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

ভোজন রসিক বাঙালি, উৎসবে আর কিছু হোক না হোক কবজি ডুবিয়ে পেটপুজো চাই। দিওয়ালি, দীপাবলি বা কালি পুজো যাই বলি, সকলে মিলে হই হুল্লোড় বা পার্টি করা, এই বছর সম্ভব নয়। করোনার জন্য এবারটা বাদ। কিন্তু জমিয়ে রসনা তৃপ্তি করতে আপত্তি কোথায়? স্পেশ্যাল দিনগুলোতে নিশ্চয়ই হেঁসেলে খুন্তি নাড়তে আর ইচ্ছে করছে না। বাইরে খাওয়া যেতেই পারে। হাইজিন বজায় রেখেছে এমন রেস্তোরাঁয়, পাড়ি দিতে পারেন। না হলে তো অবশ্যই রয়েছে হোম ডেলিভারি অপশন। তেমন জায়গার সন্ধান নিয়ে হাজির News18 Bangla।
advertisement
2/5
সুইগি, জোম্যাটো দিয়ে খাবার অর্ডার তো অনেক হল ৷ দীপাবলির মতো দেশের সবচেয়ে বড় উৎসবের দিন একটু পাঁচতারা হোটেলের খাবার বাড়িতে বসে খেলে কেমন হয় ? সেই সুবিধা করে দিচ্ছে Qmin, Indian Hotels Company Limited’s (IHCL) ৷ কলকাতার তাজ বেঙ্গল হোক কিংবা ভিভান্তা ৷ জিভে জল আনা সব পাঁচতারা হোটেলের খাবার এখন এক ফোনেই পৌঁছে যাবে আপনার বাড়ি ৷ Cal 27, Sonargaon এবং Chinoiserie ৷ তাজ বেঙ্গলের বিখ্যাত এই রেস্তোরাঁগুলির খাবার এখন আপনি বাড়ি বসেই পাবেন ৷ ‘আলু অর নিমোনে কি টিক্কি’, ‘সাবজ শাম্মি’, ‘জাফরানি ইন ভেজিটেরিয়ান সিলেকশন’, ‘খড়ে মশলার কা মুর্গ টিক্কা’, ‘চিকেন কাঠি রোল’, ‘মোতিচুর লাড্ডু’, ‘কাজু কাটলি’ খাবারের মেনু লিখে শেষ করা যাবে না ৷ উৎসব স্পেশাল নানা আইটেম নিয়ে এবছর তৈরি তাজ বেঙ্গল ৷ এই সমস্ত সেট মেনুর দামও সাধ্যের মধ্যেই ৷ Cal27 রেস্তোরাঁর দু’জনের জন্য সেট মেনু খাবারের খরচ ২৫০০ টাকা+ ট্যাক্স এবং চার জনের জন্য খরচ ৫০০০ টাকা + ট্যাক্স ৷ আরও বিশদে জানতে কল করুন ১৮০০ ২৬৬ ৭৬৪৬ টোল-ফ্রি নম্বরে ৷
advertisement
3/5
তাজ বেঙ্গলের সোনারগাঁও রেস্তোরাঁতেও থাকছে এলাহি খাবারের আয়োজন ৷ ‘পাঁচফোড়ন পনির টিক্কা’, ‘সাবজ হান্ডি কোরমা’, ‘ডাল মাখনওয়ালা’, ‘জিলাফি গোস্ত শিক কাবাব’, ‘লসুনি মেথি মছলি’... আহা ! শুনলেই জিভে জল আসে ৷ এখানেও দু’জনের জন্য সেট মেনু খাবারের খরচ ২৫০০ টাকা+ ট্যাক্স এবং চার জনের জন্য খরচ ৫০০০ টাকা + ট্যাক্স ৷ আরও বিশদে জানতে কল করুন ১৮০০ ২৬৬ ৭৬৪৬ টোল-ফ্রি নম্বরে ৷
advertisement
4/5
শুধু খাওয়াদাওয়াই নয় ৷ থাকছে দিওয়ালি ফেস্টিভ হ্যাম্পারও ৷ ৩০০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত দুর্দান্ত সব গিফট আইটেম ৷ ব্যবস্থা করছে তাজ বেঙ্গল এবং ভিভান্তাই ৷ এর জন্য কল করুন + 91-33-6612 3315 নম্বরে ৷
advertisement
5/5
Qmin দিওয়ালি অফারে তাজ বেঙ্গলের পাশাপাশি তাজ ভিভান্তাতেও দু’জন এবং চার জনের সেট মেনু বাড়িতে আনিয়ে নিতে পারেন একই দামে ৷ তাই উৎসবের দিনে খালি চয়েজ করুন কী খাবেন ৷ পাঁচতারার সুস্বাদ্য মেনু মুহূর্তেই হাজির হবে আপনার বাড়ির দোরগোড়ায় ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diwali 2020: এ বছর দীপাবলিতে পাঁচতারা হোটেলের খাবার হোক বাড়িতেই, সুযোগ করে দিচ্ছে Qmin