TRENDING:

Diwali 2023: দিওয়ালিতে বাড়িতে তাস খেললে প্রসন্ন হন লক্ষ্মী, তবে খেলার কিছু নিয়ম মানতে হবে! অবশ্যই জানুন

Last Updated:
Diwali 2023: যদি আপনি দিওয়ালির সন্ধ্যায় পয়সা দিয়ে বাড়িতে তাসের আড্ডা বসান, তা হলে আপনার পরিবারের উপরে মা লক্ষ্মীর সুদৃষ্টি পড়ে, এমনই বিশ্বাস বহুদিনের। জানুন
advertisement
1/8
দিওয়ালিতে বাড়িতে তাস খেললে প্রসন্ন হন লক্ষ্মী, তবে খেলার নিয়ম মানতে হবে! জানুন
এত দিন পাড়ার মোড়ের তাসের আড্ডায় মশগুল হয়ে থেকেছেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় বকুনিও খেয়েছেন। এই দিওয়ালিতে আর সেই ঝামেলা নেই। নিজের বাড়িতে বসেই বন্ধুদের সঙ্গে জমজমাট তাসের আড্ডার আয়োজন করুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
আসলে এই বিশেষ একটা দিনে, মানে দীপাবলীর শুভ সন্ধ্যায় পয়সা দিয়ে বাজি ধরে তাস খেলাটা কিন্তু অপরাধ নয়। বরং ওই দিন পয়সা দিয়ে তাস খেললে বাড়িতে লক্ষ্মী আসেন, প্রচলিত বিশ্বাস সে কথাই বলে। যদি আপনি দিওয়ালির সন্ধ্যায় পয়সা দিয়ে বাড়িতে তাসের আড্ডা বসান, তা হলে আপনার পরিবারের উপরে মা লক্ষ্মীর সুদৃষ্টি পড়ে, অন্তত ভারতীয়রা সেটাই বিশ্বাস করেন।
advertisement
3/8
বলা হয়, এমনটা করলে আজীবন আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে এবং লক্ষ্মী কোনও দিন চঞ্চলা হবেন না। তবে করোনার জন্য এখন অনেক পূজার্চনার পদ্ধতিই আমূল পাল্টে গিয়েছে, সেখানে তাসের আসর তো কোন ছাড়! অতএব বাড়িতে যাঁদের আমন্ত্রণ জানাবেন তাঁরা যেন ঘনিষ্ঠজন হন, সে কথা মাথায় রাখবেন। একগাদা লোক বলা চলবে না কিন্তু। তার পাশাপাশি আরও কিছু টিপস মেনে চলতে হবে।
advertisement
4/8
পার্টি মানেই সেখানে খাবার আর পানীয়র বন্দোবস্ত রাখতেই হবে। যতটা সম্ভব, বাড়িতেই রান্না করুন। আর সে ঝক্কিতে যেতে না চাইলে চেনা দোকান থেকে কিছু অনলাইনে অর্ডার দিয়ে আনিয়ে নিন।
advertisement
5/8
যে হেতু এ বার লোকজন কম আসছেন, তাই আপনাকে এ বারের তাসের আড্ডার আয়োজনও একটু অন্য ভাবে করতে হবে। টেবিল-চেয়ার সরিয়ে দিয়ে ঘরের স্পেস বাড়িয়ে নিন। তার পর মেঝেতে কার্পেট পেতে, উপরে কুশন দিয়ে একটা বৈঠকি মেজাজ তৈরি করুন। এ ক্ষেত্রে সবাই পরস্পরের থেকে একটু দূরত্ব রেখে বসতে পারবেন।
advertisement
6/8
তাসের আসরে উত্তেজনা যখন চরমে পৌঁছয়, তখন যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি সবই হয়, জানেন নিশ্চয়ই? সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় সে খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে। কারণ আপনি গৃহকর্তা। তাই সকলের মেজাজ ঠিক রাখতে ভাল কয়েকটা গান বেছে রাখুন। দিওয়ালি স্পেশ্যাল গানের তালে আড্ডা ভাল জমবে।
advertisement
7/8
তাসের আড্ডার সঙ্গে তাল মিলিয়ে এ বারের দিওয়ালি পার্টিতে একটু থিমের ছোঁয়া লাগিয়ে দিন। মানে স্পেশ্যাল কোনও একটা টপিক বেছে নিয়ে সেই অনুযায়ী ঘর সাজান ও অতিথিদের সেজে আসতে বলুন।
advertisement
8/8
আর হ্যাঁ, পুরনো ম্যাড়ম্যাড়ে তাসের প্যাকেট তুলে রেখে নতুন রংচঙে তাসের প্যাকেট কিনতে ভুলবেন না কিন্তু! (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diwali 2023: দিওয়ালিতে বাড়িতে তাস খেললে প্রসন্ন হন লক্ষ্মী, তবে খেলার কিছু নিয়ম মানতে হবে! অবশ্যই জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল