Dirtiest Part Of Human Body:কিলবিল করছে ২৪ হাজার রকমের জীবাণু, বলুন তো শরীরের সবথেকে নোংরা অংশ কোনটা? উত্তরটা শুনলে বিশ্বাস হবে না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শরীরের এই অংশ ব্যাকটেরিয়াদের আদর্শ প্রজননক্ষেত্র, বিশেষ করে যদি ওজন বেশি হয়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন বা পিয়ার্সিং করা থাকে
advertisement
1/7

রোজ যতই সাবান-শ্যাম্পু মেখে স্নান করুন না কেন, শরীরের এই অংশটি কিন্তু নোংরাই থেকে যায়। এখানে গিজগিজ করে কোটি-কোটি ব্যাকটেরিয়া। এটিই শরীরের সবথেকে নোংরা ও দুর্গন্ধময় অংশ। কোন অংশের কথা হচ্ছে বলুন তো?
advertisement
2/7
নির্ঘাৎ ভাবছেন, এরকম আবার হয় না কী? এত সাবান-শ্যাম্পু মেখে স্নান করেন, তাও কোন-ও অংশ নোংরা থেকে যায়, তাও আবার হয় কী করে? উত্তর হল, হয়! মানুষের দেহে এমন একটি স্থান রয়েছে, যেটি সবচেয়ে নোংরা, কারণ, সব অংশের যত্ন নিলেও, এই অংশটার কথা সবাই-ই ভুলে যান! এই অংশেই থাকে কোটি-কোটি ব্যাকটেরিয়া! সেটি কোন অংশ বলুন তো?
advertisement
3/7
গোটা শরীরের সাবান-বডি ওয়াশ মাখলেও, শরীরের এমন একটি জায়গা রয়েছে, যাকে আমরা নিতান্ত-ই অবহেলা করি! ফলে সেখানেই গিজগিজ করে ব্যাকটেরিয়া। সেই জায়গাটি হল নাভি।
advertisement
4/7
বিজ্ঞান বলে নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময়ই তৈরি হয় এই ক্ষত৷ নাভি কুন্ডলীর বেশিরভাগ ক্ষেত্রেই থাকে ভিতরের দিকে৷ খুব কম সংখ্যক মানুষেরই নাভিকুন্ডলী বাইরের দিকে থাকে৷ থাকে৷
advertisement
5/7
আমাদের নাভি কতটা নোংরা? ২০১২ সালে PLOS One-এ প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে, গবেষণায় দেখা গিয়েছে নাভিতে থাকে ২৩৬৮ প্রকারের ব্যাকটেরিয়া, যার মধ্যে ১৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া বৈজ্ঞানিকদের কাছেও নতুন।
advertisement
6/7
টরেন্টোর DLK Cosmetic Dermatology and Laser Clinic-এর ত্বকবিশেষজ্ঞর মতে, নাভি ব্যাকটেরিয়াদের আদর্শ প্রজননক্ষেত্র, বিশেষ করে যদি ওজন বেশি হয়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন বা নাভিতে পিয়ার্সিং করা থাকে। শরীরের যে-কোন-ও অংশ যেখানে চামড়ার ভাজ পড়ে, ঘামে ভেজে, আদ্র থাকে সেখানে বেশি করে ব্যাকটেরিয়ার জন্ম হয়।
advertisement
7/7
চিকিৎসকরা সাবধান করছেন, যদি কখন-ও নাভিতে চুলকানি হয়, নাভি লাল হয়ে যায়, ব্যথা হয়, দুর্গন্ধ হয়, সাবধান হন। চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dirtiest Part Of Human Body:কিলবিল করছে ২৪ হাজার রকমের জীবাণু, বলুন তো শরীরের সবথেকে নোংরা অংশ কোনটা? উত্তরটা শুনলে বিশ্বাস হবে না