TRENDING:

Dirtiest Part Of Human Body:কিলবিল করছে ২৪ হাজার রকমের জীবাণু, বলুন তো শরীরের সবথেকে নোংরা অংশ কোনটা? উত্তরটা শুনলে বিশ্বাস হবে না

Last Updated:
শরীরের এই অংশ ব্যাকটেরিয়াদের আদর্শ প্রজননক্ষেত্র, বিশেষ করে যদি ওজন বেশি হয়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন বা পিয়ার্সিং করা থাকে
advertisement
1/7
কিলবিল করছে ২৪ হাজার রকমের জীবাণু, বলুন তো শরীরের সবথেকে নোংরা অংশ কোনটা?
রোজ যতই সাবান-শ্যাম্পু মেখে স্নান করুন না কেন, শরীরের এই অংশটি কিন্তু নোংরাই থেকে যায়। এখানে গিজগিজ করে কোটি-কোটি ব্যাকটেরিয়া। এটিই শরীরের সবথেকে নোংরা ও দুর্গন্ধময় অংশ। কোন অংশের কথা হচ্ছে বলুন তো?
advertisement
2/7
নির্ঘাৎ ভাবছেন, এরকম আবার হয় না কী? এত সাবান-শ্যাম্পু মেখে স্নান করেন, তাও কোন-ও অংশ নোংরা থেকে যায়, তাও আবার হয় কী করে? উত্তর হল, হয়! মানুষের দেহে এমন একটি স্থান রয়েছে, যেটি সবচেয়ে নোংরা, কারণ, সব অংশের যত্ন নিলেও, এই অংশটার কথা সবাই-ই ভুলে যান! এই অংশেই থাকে কোটি-কোটি ব্যাকটেরিয়া! সেটি কোন অংশ বলুন তো?
advertisement
3/7
গোটা শরীরের সাবান-বডি ওয়াশ মাখলেও, শরীরের এমন একটি জায়গা রয়েছে, যাকে আমরা নিতান্ত-ই অবহেলা করি! ফলে সেখানেই গিজগিজ করে ব্যাকটেরিয়া। সেই জায়গাটি হল নাভি।
advertisement
4/7
বিজ্ঞান বলে নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময়ই তৈরি হয় এই ক্ষত৷ নাভি কুন্ডলীর বেশিরভাগ ক্ষেত্রেই থাকে ভিতরের দিকে৷ খুব কম সংখ্যক মানুষেরই নাভিকুন্ডলী বাইরের দিকে থাকে৷ থাকে৷
advertisement
5/7
আমাদের নাভি কতটা নোংরা? ২০১২ সালে PLOS One-এ প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে, গবেষণায় দেখা গিয়েছে নাভিতে থাকে ২৩৬৮ প্রকারের ব্যাকটেরিয়া, যার মধ্যে ১৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া বৈজ্ঞানিকদের কাছেও নতুন।
advertisement
6/7
টরেন্টোর DLK Cosmetic Dermatology and Laser Clinic-এর ত্বকবিশেষজ্ঞর মতে, নাভি ব্যাকটেরিয়াদের আদর্শ প্রজননক্ষেত্র, বিশেষ করে যদি ওজন বেশি হয়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন বা নাভিতে পিয়ার্সিং করা থাকে। শরীরের যে-কোন-ও অংশ যেখানে চামড়ার ভাজ পড়ে, ঘামে ভেজে, আদ্র থাকে সেখানে বেশি করে ব্যাকটেরিয়ার জন্ম হয়।
advertisement
7/7
চিকিৎসকরা সাবধান করছেন, যদি কখন-ও নাভিতে চুলকানি হয়, নাভি লাল হয়ে যায়, ব্যথা হয়, দুর্গন্ধ হয়, সাবধান হন। চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dirtiest Part Of Human Body:কিলবিল করছে ২৪ হাজার রকমের জীবাণু, বলুন তো শরীরের সবথেকে নোংরা অংশ কোনটা? উত্তরটা শুনলে বিশ্বাস হবে না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল