TRENDING:

Digha: এবার দিঘাতেই মিলবে গোয়ার মজা! সস্তায় উপভোগ করুন ছুটি! জানুন

Last Updated:
Digha: আর গোয়া যেতে হবে না! দিঘাতেই এবার পেয়ে যাবেন গোয়ার মজা! খবর ছড়াতেই জমছে পর্যটকদের ভিড়
advertisement
1/8
এবার দিঘাতেই মিলবে গোয়ার মজা! সস্তায় উপভোগ করুন ছুটি! জানুন
শীত বিদায়ের পথে। জাগ্রত বসন্ত হানা দিচ্ছে দুয়ারে। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই দিঘায় পর্যটকের ঢেউ বাঁধ ভাঙছে। চলছে মাধ্যমিক শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হলেই দিঘায় কার্যত পর্যটক এর ঢেউ নামবে বলে আশা করছেন প্রশাসন থেকে স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
2/8
যদিও শেষ পাঁচ বছরে দিঘায় পর্যটক এর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রতিটি ঋতুতে। দিঘায় পর্যটকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সচেষ্ট প্রশাসন। এবার দিঘার নানা ধরনের ওয়াটার রাইডগুলির সুরক্ষা নিয়ে কড়া হচ্ছে পর্যটক প্রশাসন। দিঘার ওয়াটার রাইড ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে প্রশাসন।
advertisement
3/8
দিঘাকে পর্যটকদের কাছে আরও সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলতে একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। মেরিন ড্রাইভ থেকে জগন্নাথ মন্দির, ঝাঁচকচকে সি বিচ, একাধিক পার্ক পর্যটকের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু অনেকটাই আন্তর্জাতিক মানের।
advertisement
4/8
এর পাশাপাশি অন্যান্য সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রের মতো দিঘাতেও নানান ধরনের ওয়াটার রাইডের অ্যাডভেঞ্চার উপভোগ করছে পর্যটকেরা। দিঘায় মূলত স্পিডবোট, প্যারাসুট, প্যাডেল বোটিং প্রভৃতি ওয়াটার রাইড রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ওয়াটার রাইডগুলি পরিচালিত হয়। এর মধ্যে স্পিডবোটই বেশি জনপ্রিয়। উত্তাল সমুদ্রের বুক চিরে তীব্র বেগে ছুটে চলে স্পিডবোট। দিঘায় সমুদ্র স্নানের পাশাপাশি স্পিডবোট চেপে সমুদ্রে পাড়ি দেওয়ার মজা উপভোগ করেন বহু পর্যটকরা।
advertisement
5/8
ওয়াটার রাইডে অ্যাডভেঞ্চারের মজা নিতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। পাশাপাশি উপযুক্ত লাইসেন্স ছাড়া দিঘা সমুদ্রে বিভিন্ন ওয়াটার রাইড চালানো হয় বলে অভিযোগ। সমুদ্র স্নানের সময়ে কখনও সরাসরি ধাক্কা লেগে, কখনও পাখার ধাক্কায় জখম হন পর্যটকরা।
advertisement
6/8
যদিও দুর্ঘটনার পর দায় কেউ নিতে চায় না। কিছু সংস্থা লাইসেন্স নিয়ে ওয়াটার রাইড চালায়। তবে কিছু সংস্থা রয়েছে, যাদের কাছে কোনও লাইসেন্স নেই বলে অভিযোগ। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, লাইসেন্স ছাড়া এই ব্যবসা যাতে কেউ না করে, তা গুরুত্ব দিয়ে দেখা হবে।
advertisement
7/8
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক অপূর্ব কুমার বিশ্বাস বলেন, 'দিঘার ওয়াটার রাইড নিয়ে অনেক ধরনের অভিযোগ উঠেছে। সব কিছু খতিয়ে দেখা হবে। আগামীদিনে এ নিয়ে বৈঠক হবে। সেখানে যাবতীয় বিষয়ে আলোচনা হবে। ওয়াটার রাইড নিয়ে পর্যটকদের বিশেষ আগ্রহ রয়েছে। তাই এদিকে নজর দেওয়া হচ্ছে।'
advertisement
8/8
ওয়াটার রাইড যাবতীয় নিয়ম মানা হচ্ছে কিনা বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কিনা, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর। পাশাপাশি দুর্ঘটনা এড়ানোর জন্য আরও কী কী ব্যবস্থা নেওয়া যায়, এবং কোনওভাবেই যাতে কেউ লাইসেন্স ছাড়া ওয়াটার রাইডের ব্যবসা না চালায় তা নিশ্চিত করার জন্য উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। (তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha: এবার দিঘাতেই মিলবে গোয়ার মজা! সস্তায় উপভোগ করুন ছুটি! জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল