advertisement
1/8

প্রতিবারের মত এই বছরেও ধনতেরাসে মেতে উঠবে সাধারণ মানুষ ৷ এই বছরে ধনতেরাস ৫ নভেম্বরে পড়েছে ৷ অনেকেই মনে করে থাকেন ৷ ধনতেরাস আসলে জীবনে নিয়ে আসে সুখ-সমৃদ্ধি ৷ এই দিন কুবের দেবতার পজো করে থাকে সব ধরনের মানুষ ৷ প্রদীপ জ্বেলে ঘর, বাড়ি, প্রতিষ্ঠান আলোকিত করা হয় ৷ এই দিন বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল রাখতে হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/8
দেখে নেওয়া যাক এক নজরে সেই মহা মূল্যবান বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক ৷
advertisement
3/8
এই দিন মা লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবি কিনতে হয় ৷ ধনতেরাসের দিন মূর্তি কিনে পুজো করলে তা শুভ বলে মনে হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/8
ধনতেরাসের দিন বিপুল সংখ্যক লোক কুবের দেবতার পুজো করে থাকেন ৷ তাই এই দিন ধন কুবেবের পুজো করলে মিলতে মনের শান্তি ৷ জীবনে আসবে সুখ-সমৃদ্ধি ও প্রতিপত্তি ৷ পুরাণে কথিত আছে এই দিনেই সমুদ্রমন্থনের সময়ে ধনন্বন্তরী দেখা দিয়েছিলেন সেই থেকেই ৷ ধনতেরাসের দিনে ধনন্বন্তরীর পুজো হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/8
মা লক্ষ্মী ও শ্রীয়ন্ত কেনা যেতে পারে ৷ পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়তেই থাকবে ৷ এই দিন নতুন ঝাঁটা কিনে ঘর ঝাড়লে দারিদ্র যায় কমে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/8
পুজো সামগ্রীর সঙ্গে মিষ্টি, বাতাসা দিয়ে মা লক্ষ্মীর ছবির সামনে একটি বড় মাটির প্রদীপ জ্বালতে হবে ৷ মাটির প্রদীপের বদলে মোমবাতিও ব্যবহার করা যেতে পারে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/8
ধনতেরাস দিনে মূল্যবান ধাতুর বদলে সংসারের অন্য জিনিসপত্রও কেনাকাটা যেতে পারে ৷ তবে ভুলেও কাঁচের কোনও বাসনপত্র কিনবেন না ৷ সারা জীবন ধরে ঠকতে হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/8
ধনতেরাসের দিন সন্ধেবেলায় ৫ টি প্রদীপ জ্বালালে মিলবে সুখ-সমৃদ্ধি, বাড়বে টাকা, পয়সা ৷ ৫টি প্রদীপের মধ্যে একটি ঈশ্বরের কাছে, একটি তলসি তলায়, একটি দেবরাজ ইন্দ্রের কাছে আর একটি প্রদীপ জলের বালতির কাছে রাখা উচিৎ, জীবন ভরে উঠবে আনন্দে ৷ অপার খুশি ও টাকার মালিক হবেন আপনিও ৷ ছবি সংগৃহীত ৷