Detox Water: ত্বক, চুল তো ভাল হবেই! মুডও থাকবে বিন্দাস! রোজ খান এই ম্যাজিক জল!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Detox Water: মিক্সার বা গ্রাইন্ডার ব্যবহার না করে বাড়িতেই সহজে তৈরি করা যায় ‘ডিটক্স ওয়াটার’৷ ইচ্ছেমতো মিশিয়ে নেওয়া যায় বিভিন্ন রকম ফল, সবজি ও হার্বসের ফ্লেভার ৷
advertisement
1/6

স্বাস্থ্যসচেতনদের কাছে এখন নতুন ট্রেন্ড ‘ডিটক্স ওয়াটার’। শরবতের মতো এতে চিনি থাকে না বলে শরীরের জন্যও অনেক বেশি ক্যালরিমুক্ত ৷
advertisement
2/6
মিক্সার বা গ্রাইন্ডার ব্যবহার না করে বাড়িতেই সহজে তৈরি করা যায় ‘ডিটক্স ওয়াটার’৷ ইচ্ছেমতো মিশিয়ে নেওয়া যায় বিভিন্ন রকম ফল, সবজি ও হার্বসের ফ্লেভার ৷
advertisement
3/6
ডিটক্স ওয়াটারের অনেক গুণাগুণ আছে যা অনেকই জানে না। ডিটক্স ওয়াটার শরীরে ইতিবাচক প্রভাব ফেলে।
advertisement
4/6
ডিটক্স ওয়াটার মেটাবলিজমকে উন্নত করতে সাহায্য করে তা ওজন কমাতে সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্যও বজায় রাখে এই পানীয়।
advertisement
5/6
ডিটক্স ওয়াটার শরীর থেকে দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে। শরীরের পিএইচ ভারসাম্যকে বজায় রাখে। হজম ক্ষমতা উন্নত করে।
advertisement
6/6
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই শরবতের। শুধু মুডকে তো তরতাজা করে তোলে না তার সঙ্গে এই পানীয় শরীরে শক্তির সঞ্চার ঘটায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Detox Water: ত্বক, চুল তো ভাল হবেই! মুডও থাকবে বিন্দাস! রোজ খান এই ম্যাজিক জল!