Bruxism, Teeth: ঘুমের ঘোরে দাঁত কিড়মিড়! বড় বিপদের ইঙ্গিত নয় তো?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দাঁত কিড়মিড় করা কি কোনও বড় রোগের লক্ষণ? এই বিষয়ে বিশদে জানালেন মুম্বইয়ের সুপার স্পেশালিটি ডেন্টাল সার্জেন ড: আশিস শাহ।
advertisement
1/6

ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষা বা দাঁত কিড়মিড় করার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। অনেক সময় এটি দাঁতের ক্ষতিও ডেকে আনতে পারে। কিন্তু কেন হয় এই সমস্যা?
advertisement
2/6
দাঁত কিড়মিড় করা কি কোনও বড় রোগের লক্ষণ? এই বিষয়ে বিশদে জানালেন মুম্বইয়ের সুপার স্পেশালিটি ডেন্টাল সার্জেন ড: আশিস শাহ।
advertisement
3/6
কেন হয় দাঁত কিড়মিড় বা ব্রক্সিজমের সমস্যা? স্ট্রেস এবং অ্যাংজাইটি: অত্যধিক স্ট্রেস বা অ্যাংসাইটি থেকেও আসতে পারে ঘুমের ঘোরে দাঁত কিড়মিড় করার মতো সমস্যা।
advertisement
4/6
আধুনিক জীবনযাপন: বর্তমান জীবনযাত্রাও এই ধরনের সমস্যার একটি বড় কারণ। অত্যধিক মদ্যপান, ক্যাফিন থেকেও দেখা দিতে পারে এই সমস্যা।
advertisement
5/6
ঘুমে ব্যাঘাত: স্লিপ অ্যাপনিয়া বা নিদ্রাহীনতাও ঘুমের ঘোরে দাঁতে দাঁত লাগার একটি বড় কারণ হতে পারে।
advertisement
6/6
নার্ভের সমস্যা: কিছু ক্ষেত্রে স্নায়বিক অবস্থা বা মস্তিষ্কের আঘাতের ফলেও ‘ব্রক্সিজম’ হতে পারে। স্নায়বিক সমস্যার সমাধান করতে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।