TRENDING:

North Bengal Trip: ব্যালকনিতে দাঁড়ালে একফ্রেমে দার্জিলিং-সিকিম, গরম চা হাতে কাঞ্চনজঙ্ঘা দর্শন! পুজোয় ঘুরে আসুন

Last Updated:
North Bengal Trip: চোখের সামনে দার্জিলিং সিকিমের পাহাড় থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা, সঙ্গে হেরিটেজ ল্যান্ড রোভারে চেপে সান্দাকফু যাত্রা, এ এক দারুণ অভিজ্ঞতা।
advertisement
1/5
ব্যালকনিতে দাঁড়ালে একফ্রেমে দার্জিলিং-সিকিম, গরম চা হাতে কাঞ্চনজঙ্ঘা! ঘুরে আসুন
*ঘরের ভেতর বসে এক কাপ দার্জিলিং চা হাতে একই ফ্রেমে দার্জিলিংয়ের পাহাড় থেকে শুরু করে সিকিমের পাহাড়, সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রাম খোপিদারা। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি। 
advertisement
2/5
*গরমের ছুটি হোক বা ঠান্ডার মরশুম, পাহাড় মানেই যেন এক অন্যরকম ভালবাসা। প্রত্যেক পাহাড় প্রেমী মানুষে ছুটি পেলেই ছুটে আসে পাহাড়ে। শান্ত শীতল আবহাওয়ায় যেন নিমিষেই মন ভরে যায়। রাতের অন্ধকারে টিমটিম করে জ্বলতে থাকা পাহাড়ি গ্রামের আলোগুলি যেন জোনাকির মত ধরা দেয়। চোখে আর পূর্ণিমার রাতে চাঁদের আলোয় মুড়ে থাকা পাহাড় যেন এক বাড়তি পাওনা। ফাইল ছবি। 
advertisement
3/5
*বর্তমানে এ শহরের কোলাহল ছেড়ে সকলেই চায় নিরিবিলিতে একটু সময় কাটাতে। আপনিও যদি আপনার ব্যস্ততম জীবন থেকে বিরতি নিয়ে নিরিবিলিতে পাহাড়ের কোলে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে চলেছে খোপিদারা। ফাইল ছবি। 
advertisement
4/5
*পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দকফুর নাম তো সকলেই শুনেছেন। আপনি যদি চান তাহলে এই গ্রামে থেকে আপনি সান্দাকফু ভ্রমণের স্বপ্ন পূরণ করতে পারবেন কারণ সান্দাকফুর পাদদেশে অবস্থিত এই গ্রামের হাতের নাগালেই রয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, যেই পথ ধরে আপনি হেরিটেজ ল্যান্ড রোভার অথবা পায়ে হেঁটে সান্দাকফু ভ্রমণের মজা নিতে পারবেন। ফাইল ছবি। 
advertisement
5/5
*সান্দাকফু ভ্রমণ যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ করতে পারবেন এই গ্রামে থেকে। তাই আর দেরি না করে আপনিও যদি পাহাড় ভ্রমণের কথা ভাবছেন তাহলে অবশ্যই ঘুরে আসুন চারিদিকে পাহাড়ে ঘেরা অসম্ভব সুন্দর এই খোপিদারা গ্রাম থেকে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: ব্যালকনিতে দাঁড়ালে একফ্রেমে দার্জিলিং-সিকিম, গরম চা হাতে কাঞ্চনজঙ্ঘা দর্শন! পুজোয় ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল